কলকাতা, 27 জুলাই: মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও হাওড়া এবং বালি বিধানসভাকে আলাদা করার বিল রাজভবনে পড়ে থাকার জন্য হাওড়া পৌরনিগমের ভোট করা সম্ভব হচ্ছিল না । কিন্তু বুধবার রাজভবনে বৈঠকের পর হাওড়া পৌরনিগমের ভোটের জট কাটতে চলেছে বলে মনে করা হচ্ছে (Howrah Municipal Corporation Election)৷
সূত্রের খবর, নতুন অস্থায়ী রাজ্যপাল এই ফাঁস থেকে মুক্তি দিতে চলেছে রাজ্য সরকারকে । যদিও সরকারিভাবে কোনও ঘোষণা এখনও হয়নি । বুধবার রাজভবনে দুই দফায় প্রথমে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পরে হয়তো এই বাধা কাটতে চলেছে, সূত্রের মারফৎ এমনটাই জানা যাচ্ছে ৷
শুধু তাই নয়, রাজভবন থেকে ইঙ্গিত পাওয়ার পর হাওড়া পৌরনিগম ও বালি পৌরসভার ভোট নিয়ে ঘর গোছানোর কাজ শুরু করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন । প্রসঙ্গত, হাওড়া পৌরনিগমের মেয়াদ উত্তীর্ণ হয়েছে এমনটা আড়াই বছরের বেশি সময় হতে চলেছে । এই মুহূর্তে সেখানে প্রশাসক বসিয়ে পৌর পরিষেবা দেওয়া হচ্ছে ।
আরও পড়ুন:প্রয়োজনে হাওড়া কর্পোরেশন বিল রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারি, হুঁশিয়ারি রাজ্যপালের
রাজভবনে দীর্ঘদিন বিল আটকে থাকায় এখানকার মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন । এই অবস্থায় লা গণেশান রাজ্যপাল হয়ে আসার পরই এই নিয়ে তৎপরতা শুরু করেছে নবান্ন এবং বিধানসভা । উভয়ের তৎপরতার ফল হিসাবেই এবার হয়তো সমস্ত জটিলতা কাটিয়ে আবার নির্বাচন করা সম্ভব হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।