পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Howrah Bridge : পান-গুটখার পিকের হাত থেকে হাওড়া ব্রিজকে রক্ষায় ব্যর্থ বিশেষ কবজও - Spitting destroying Howrah Bridge

হাওড়া ব্রিজের পিলার রক্ষায় বিশেষ কবজও ক্ষতিগ্রস্ত হচ্ছে যথেচ্ছ পান ও গুটখার পিকে (Spitting destroying Howrah Bridge) ৷ কলকাতা বন্দর কর্তৃপক্ষ হাওড়া সেতুর প্রতিটি পিলার নিচ থেকে 6 ফুট পর্যন্ত ঘিরে ফেলেছে । রয়েছে থুথু, পিক না ফেলার আবেদনও । তবুও যত্রতত্র ফেলা হচ্ছে পান ও গুটখার পিক ৷

Howrah Bridge Damaging day by day in spitting
Howrah Bridge

By

Published : Apr 26, 2022, 8:43 PM IST

কলকাতা, 26 এপ্রিল : পান বা গুটখার পিকে ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজের পিলার ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে বিতর্ক চলে আসছে বছরের পর বছর ধরে (Howrah Bridge Damaging day by day in spitting) । সেই বিতর্কের অবসান ঘটাতে কলকাতা বন্দর কর্তৃপক্ষ হাওড়া সেতুর প্রতিটি পিলার নিচ থেকে 6 ফুট পর্যন্ত ঘিরে ফেলেছে । কেউ যদি পান বা গুটখা খেয়ে পিক ফেলেন, তাহলে আর সরাসরি ক্ষতিগ্রস্ত হবে না হাওড়া সেতুর পিলার ।

পান-গুটখার পিকের হাত থেকে হাওড়া ব্রিজকে রক্ষায় ব্যর্থ বিশেষ কবজও

শুধু তাই নয় সেতু ধরে কলকাতার দিক থেকে হাওড়া স্টেশনের দিকে হেঁটে চললে দেখা যাবে ব্রিজের উপরে হলুদ বোর্ডে কালো কালি দিয়ে একাধিক আবেদনমূলক কথা লেখা রয়েছে । যেমন, এই সেতু সারা ভারতে শুধু নয় বিশ্বে দ্বিতীয় আর নেই, তার উল্লেখ রয়েছে । এমন ঝুলন্ত সেতুকে নাগরিক বা পথচলতি মানুষকে রক্ষা করার আহ্বান জানানো হয়েছে । আবার কোথাও লেখা দুই পারকে মিলিয়ে এই সেতু, দু’পারের সৌন্দর্যরক্ষার দায় আপনার, আমার ।

পান-গুটখার পিকের হাত থেকে হাওড়া ব্রিজকে রক্ষায় ব্যর্থ বিশেষ কবজও

প্রতিটি পিলারকে পানের পিক থেকে রক্ষা করতে যে বিশেষ ঢাকনা লাগানো হয়েছে তার উপরে থুথু, পিক না ফেলার আবেদনও রয়েছে । কিন্তু কে সেই আবেদন শুনবে ? না শুনলেই বা কে পদক্ষেপ নেবে ? হাওড়া সেতুতে উঠলেই পথচারীদের দু’ধারে হাঁটা পথে দু’পা এগোলে বোঝা যাবে মানুষের হুঁশ ফেরেনি বিন্দুমাত্র । ঐতিহ্যবাহী রবীন্দ্র সেতুর পিলার রক্ষা করতে যে টিন বা মোটা আস্তরণ দিয়ে ঘিরে ফেলা হয়েছে, দু’দিকের মূল বড় বড় পিলার-সহ সব ক’টি পিলার তার উপরেই যথেচ্ছ পানের বা গুটখার পিক ফেলেছে মানুষ ।

পান-গুটখার পিকের হাত থেকে হাওড়া ব্রিজকে রক্ষায় ব্যর্থ বিশেষ কবজও

আর তার জেরে ক্রমশ ক্ষয়ে যাচ্ছে সেই মোটা আস্তরণ । দু’দিকে সিসিটিভি বা পুলিশ থাকলেও এবিষয় পুলিশ প্রশাসন কারও নজরদারি নেই বিন্দুমাত্র । তাই সেতুর উপর দু’দিকে যেখানে হেঁটে চলাচল করেন মানুষ, গঙ্গার ধার লাগোয়া লোহার রেলিং ভর্তি পিক । কোথাও কোথাও পিকের মোটা স্তর পড়েছে । কোথায় অল্পবিস্তর লোহায় পিকের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ।

পান-গুটখার পিকের হাত থেকে হাওড়া ব্রিজকে রক্ষায় ব্যর্থ বিশেষ কবজও

সম্প্রতি এক আইএএস আধিকারিক গুটখার বিজ্ঞাপন করা একাধিক অভিনেতাকে কটাক্ষ করে টুইট করেছেন এই রবীন্দ্র সেতুর পুরনো পান, গুটখার পিকের ফলে ক্ষতি হওয়া পিলারের ছবি দিয়ে । পোর্ট ট্রাস্টকেও কটাক্ষ করেছেন হাওড়া ব্রিজের নিচের দিকে লাল রং করা নিয়ে । তিনি টুইটে দাবি করেন, পিক ফেললে বোঝা যাতে না যায়, তাই এই লাল রং করা হয়েছে । আর এই টুইট নিয়ে নেট-নাগরিকদের মধ্যে যখন বিতর্ক, তখন ইটিভি ভারত তুলে আনল হাওড়া সেতুর বর্তমান চিত্র ।

পান-গুটখার পিকের হাত থেকে হাওড়া ব্রিজকে রক্ষায় ব্যর্থ বিশেষ কবজও

কলকাতা বন্দরের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় মুখোপাধ্যায় জানিয়েছেন, এই সমস্যার নিষ্পত্তি 2014 সালেই হয়ে গিয়েছে । পান, গুটখার পিকের হাত থেকে পিলার বাঁচাতে ক্যাপিং সিস্টেম করে দেওয়া হয় । 2021 সালে সেটিকে আবার পরিবর্তন করা হয়েছে । গুটকা বা পানের পিক থেকে ব্রিজকে অনেক আগেই সুরক্ষিত করা হয়েছে ।

আরও পড়ুন :Meeting Over Early Summer Vacation : আগাম গরমের ছুটি, নাকি সাময়িকভাবে বন্ধ হবে স্কুল ? বিকাশ ভবনে জরুরি বৈঠক

ABOUT THE AUTHOR

...view details