কলকাতা, 31 মে : দিল্লির পর কলকাতা ৷ এটিএম না ভেঙেই এটিএম থেকে দেদার টাকা চুরি করছে সাইবার দস্যুরা । কলকাতার তিনটি এটিএম থেকে ব্যাঙ্ক কর্তৃপক্ষের নজর এড়িয়ে প্রায় 40 লাখ টাকা লুঠ করা হয়েছে ৷ এরপরই তদন্তে নেমে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা এবং ব্যাঙ্ক দুর্নীতি দমন শাখার আধিকারিকরা একাধিক সাইবার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন ৷ প্রাথমিক অনুমান ছিল যে, এটিএমের সফটওয়্যার জালিয়াতি করেই এই গোটা প্রক্রিয়াটি ঘটানো হয়েছিল ।
শহরে নতুন কায়দায় এই লুঠকে সাইবার বিশেষজ্ঞরা ‘ম্যান ইন দ্য মিডল অ্যাটাক’ কিংবা ‘মনস্টার ইন দ্য মিডল’ বলে উল্লেখ করেন । ঠিক কীভাবে হচ্ছে এই এটিএম জালিয়াতি ? ঠিক কোন পদ্ধতিতে সাইবার দস্যুরা এটিএম কাউন্টার থেকে টাকা লুঠ করছে, তা প্রযুক্তিগতভাবে বুঝিয়ে দিলেন সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত ।
- কী এই ম্যান ইন দ্যা মিডল অ্যাটাক ?
এটিএমের বক্স ও এটিএমের সুইচে যে কমিউনিকেশন হয় তা বিঘ্নিত করে এই কাজ করা হচ্ছে ৷ যে কোনও গ্রাহক এটিএমে গিয়ে তাঁর পিন টাইপ করলে, তা প্রথমে এটিএমের বক্সে এবং সেখান থেকে তা ব্যাঙ্কের সুইচে যায় ৷ এই সুইচ এবং বক্সের মাঝখানে কেউ ঢুকে পড়লেই তা ম্যান ইন দ্যা মিডল অ্যাটাক ৷
- কীভাবে চলছে এই ইন দ্যা মিডল অ্যাটাক?