পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এটিএম না ভেঙেই কীভাবে লুঠ হচ্ছে টাকা, বোঝালেন সাইবার বিশেষজ্ঞ

শহরে এটিএম না ভেঙে নতুন কায়দার লুঠকে সাইবার বিশেষজ্ঞরা ‘ম্যান ইন দ্য মিডল অ্যাটাক’ হিসাবে উল্লেখ করেছেন ৷ ঠিক কীভাবে হচ্ছে এই এটিএম জালিয়াতি ? ঠিক কোন পদ্ধতিতে সাইবার দস্যুরা এটিএম কাউন্টার থেকে টাকা লুঠ করছে, তা প্রযুক্তিগতভাবে বুঝিয়ে দিলেন সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত ।

এটিএম না ভেঙেই কীভাবে লুঠ হচ্ছে টাকা
এটিএম না ভেঙেই কীভাবে লুঠ হচ্ছে টাকা

By

Published : May 31, 2021, 8:24 PM IST

কলকাতা, 31 মে : দিল্লির পর কলকাতা ৷ এটিএম না ভেঙেই এটিএম থেকে দেদার টাকা চুরি করছে সাইবার দস্যুরা । কলকাতার তিনটি এটিএম থেকে ব্যাঙ্ক কর্তৃপক্ষের নজর এড়িয়ে প্রায় 40 লাখ টাকা লুঠ করা হয়েছে ৷ এরপরই তদন্তে নেমে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা এবং ব্যাঙ্ক দুর্নীতি দমন শাখার আধিকারিকরা একাধিক সাইবার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন ৷ প্রাথমিক অনুমান ছিল যে, এটিএমের সফটওয়্যার জালিয়াতি করেই এই গোটা প্রক্রিয়াটি ঘটানো হয়েছিল ।

শহরে নতুন কায়দায় এই লুঠকে সাইবার বিশেষজ্ঞরা ‘ম্যান ইন দ্য মিডল অ্যাটাক’ কিংবা ‘মনস্টার ইন দ্য মিডল’ বলে উল্লেখ করেন । ঠিক কীভাবে হচ্ছে এই এটিএম জালিয়াতি ? ঠিক কোন পদ্ধতিতে সাইবার দস্যুরা এটিএম কাউন্টার থেকে টাকা লুঠ করছে, তা প্রযুক্তিগতভাবে বুঝিয়ে দিলেন সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত ।

কী বললেন সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত
  • কী এই ম্যান ইন দ্যা মিডল অ্যাটাক ?

এটিএমের বক্স ও এটিএমের সুইচে যে কমিউনিকেশন হয় তা বিঘ্নিত করে এই কাজ করা হচ্ছে ৷ যে কোনও গ্রাহক এটিএমে গিয়ে তাঁর পিন টাইপ করলে, তা প্রথমে এটিএমের বক্সে এবং সেখান থেকে তা ব্যাঙ্কের সুইচে যায় ৷ এই সুইচ এবং বক্সের মাঝখানে কেউ ঢুকে পড়লেই তা ম্যান ইন দ্যা মিডল অ্যাটাক ৷

  • কীভাবে চলছে এই ইন দ্যা মিডল অ্যাটাক?

হ্যাকার একটি ডিভাইস দিয়ে এটিএমের একটি তারে কানেক্ট করছে ৷ গ্রাহকের যে মেসেজটি এটিএম থেকে ব্যাঙ্কের সুইচ সিস্টেমে যাওয়ার কথা, সেটি পৌঁছাচ্ছে না ব্যাঙ্কের সুইচে ৷ তার আগেই হ্যাকার নিজের ডিভাইস থেকে সেই কমিউনিকেশন মেসেজটি তুলে নিয়ে তা বদলে দিয়ে পাঠাচ্ছে ব্যাঙ্কের সুইচ সিস্টেমে ৷ ডিভাইসের সাহায্যে এটিএমের কাছে এই বার্তা যাচ্ছে যে হ্যাকারই এক্ষেত্রে গ্রাহক ৷ সেই কারণেই এটিএম হ্যাকারের মেশিনেই টাকা পাঠিয়ে দিচ্ছে ৷ অর্থাৎ আসল গ্রাহকের পাঠানো বার্তা পৌঁছাচ্ছে না ব্যাঙ্কের সুইচ সিস্টেমে ৷ তার আগেই এটিএম এবং নকল গ্রাহক (হ্যাকার) এর মধ্যেই চলছে কমিউনিকেশন ৷ এই পদ্ধতিতে এটিএম প্রযুক্তিকে বোকা বানাচ্ছে হ্যাকার ৷ চলছে টাকা লুঠের কাজ ৷

আরও পড়ুন : ‘ম্যান ইন দ্য মিডল অ্যাটাক’ পন্থায় এটিএম লুট কলকাতায়

তদন্তে নেমে নিউমার্কেট, কাশীপুর এবং যাদবপুর থানা এলাকার সংশ্লিষ্ট ব্যাঙ্কের এটিএম কাউন্টারগুলির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারীরা ৷ সেই ফুটেজে দেখতে পাওয়া যায়, বেশ কয়েকদিন ধরেই মুখে কালো কাপড় বেঁধে এক ব্যক্তিকে সংশ্লিষ্ট এটিএম কাউন্টারের ভিতরে এবং বাইরে রহস্যজনকভাবে একাধিকবার ঘোরাফেরা করছে ।

ABOUT THE AUTHOR

...view details