কলকাতা ও দিল্লি, 14 জুন : লোকসভা নির্বাচনের পর গতকাল দিল্লিতে BJP-র জাতীয় কর্মসমিতির বৈঠক হয় । ওই বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্যের সাংগঠনিক বিষয়গুলি সম্পর্কিত রিপোর্ট নেন । পশ্চিমবঙ্গের BJP-র সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় অমিত শাহকে বিস্তারিত রিপোর্ট দেন । গতকাল দিল্লির এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষও ।
রাজ্যে সংগঠনের অবস্থা কেমন, অমিত শাহকে রিপোর্ট দিলীপদের
BJP-র কেন্দ্রীয় স্তরে কী কী কর্মসূচি নেওয়া হবে তা নিয়ে বৈঠক আলোচনা হয়েছে । এছাড়া সদস্যপদ পুনর্নবীকরণ নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ।
BJP সূত্রে জানা গেছে, মূলত লোকসভা নির্বাচনের পর রাজ্যে BJP-র কেন্দ্রীয় স্তরে কী কী কর্মসূচি নেওয়া হবে তা নিয়েই এই বৈঠকে আলোচনা করা হয়েছে । এছাড়াও, BJP-র সদস্যপদ পুনর্নবীকরণ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে । আবেদন করা হয়েছে, যাঁদের সদস্যপদের মেয়াদ শেষ হয়ে গেছে তাঁদের নতুন করে সদস্যপদ নিতে হবে । যাঁরা কংগ্রেস-তৃণমূল বা CPI(M) থেকে BJP-তে যোগ দিচ্ছেন তাঁদের মূলত ট্রেনিং দেওয়া হবে ।
জানা গেছে, রাজ্যে BJP-র মোট 15 লাখ সদস্য আছে । BJP-র নতুন সদস্যপদ নেওয়ার জেলায় জেলায় কর্মসূচি হবে । BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) রামলাল নির্দেশ দিয়েছেন বুথস্তরে সংগঠন বৃদ্ধিতে জোর দিতে হবে । এছাড়াও 3 মাসের বিশেষ সদস্যপদের ট্রেনিং হবে । রাজ্যের প্রতি বুথে বুথে নতুন সদস্যপদ অভিযান শুরু হবে । প্রতি জেলায় জেলা সভাপতি, মণ্ডল সভাপতির নেতৃত্বেই এই কাজ শুরু হবে ।