কলকাতা, 4 এপ্রিল : 100 বছরের পুরানো বাড়ি ধসে বিপত্তি কলকাতায় ৷ ঘটনাটি ঘটেছে শনিবার মাঝরাতে 37 নং নিমতলাঘাট স্ট্রিট এলাকায় ৷ এদিন রাতে হঠাৎ একটি শতবর্ষ পুরানো বাড়ির একাংশ ধসে যায় । এর জেরে বাড়ির মধ্যেই আটকে পড়েন আবাসিকরা ৷ দুর্ঘটনাগ্রস্ত বাড়িটি প্রায় 100 বছরেরও বেশি পুরানো বলে জানিয়েছেন আবাসিকরা । বাড়িটির সিঁড়ি ও বারান্দার একাংশ ভেঙে পড়ে । আবাসিকদের সূত্রে জানা গিয়েছে, প্রায় 48টা পরিবার ভাড়া থাকে এই বাড়িতে ।
ঘটনার জেরে বাড়ির দোতলায় আটকে পড়েন এক নাবালিকা ও তিন মহিলা সহ মোট পাঁচজন । খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় জোড়াবাগান থানার পুলিশ ও দমকলের দু‘টি ইঞ্জিন । খবর দেওয়া হয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দফতরেও ৷ কলকাতা পুলিশ ও দমকল কর্মীদের প্রায় 1 ঘণ্টার প্রচেষ্টায় আটকে থাকা সবাইকে নিরাপদে নিচে নামিয়ে আনা সম্ভব হয় । আবাসিকরা প্রত্যেকেই সুস্থ আছেন ।
দীর্ঘদিন ধরেই বাড়িটি জরাজীর্ণ অবস্থা রয়েছে ৷ তার মধ্যেই এই বাড়িতে বসবাস করছিল 48টি পরিবার ৷ পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর রাতেই তাঁদের ছেড়ে দেওয়া হয় ৷ এখন সকলেই সুস্থ আছেন ৷
শতবর্ষের পুরানো বাড়ি ভেঙে বিপত্তি কলকাতায় আরও পড়ুন :সুয়েজ সংকটে ভারত-সহ গোটা বিশ্ব ভয়াবহ আর্থিক বিপর্যয়ের মুখে
রবিবার সকালে পুরসভার একটি টিম ঘটনাস্থলে পৌঁছয় । তারা ইতিমধ্যেই বাড়িটির বিপজ্জনক অংশ ভাঙার কাজ শুরু করেছে ৷ এদিন সকাল থেকেই বাড়ি থেকে প্রয়োজনীয় মালপত্র বের করতে শুরু করেন আবাসিকরা ৷ তাঁদের আপাতত অন্যত্র থাকার ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ৷ বাড়িটি বিপজ্জনক হওয়ার পরেও এই বাড়িতে আবাসিকরা কি করে থাকছিলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এই ঘটনায় বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে জোড়াবাগান থানার পুলিশ ৷