কলকাতা, 3 জুন : করোনা মোকাবিলায় রাজ্যজুড়ে কড়াবিধি নিষেধ আরোপ করেছিল সরকার ৷ ফলে চরম ক্ষতির মুখে পড়ে হোটেল-রেস্তরাঁগুলি । বৃহস্পতিবার বণিকসভার বৈঠকে সেই বিষয়ে আলোচনা করে বিধিনিষেধ কিছুটা শিথিল করল রাজ্য সরকার । বণিকসভার সদস্যদের অনুরোধ মেনে নিয়ে দিনে 3 ঘণ্টা করে হোটেল-রেস্তরাঁ খোলা রাখার অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখা যাবে হোটেল-রেস্তরাঁ ।
তবে হোটেল বা রেস্তরাঁ কর্তৃপক্ষকে মানতে হবে বেশ কিছু শর্ত ৷ সেই শর্ত না মানলে কড়া মনোভাব দেখাবে সরকার ৷ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ৷ একই সঙ্গে অনলাইনে আরও বেশি কাজ চালানোর পরামর্শ দেন । মনে করিয়ে দেন, যত দ্রুত সম্ভব কর্মীদের টিকাকরণের ব্যবস্থা করতে হবে । পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, আগামি 16 জুন থেকে 25 শতাংশ কর্মী নিয়ে খোলা যেতে পারে শপিং মলও ।
প্রায় এক মাস হল রাজ্যে করোনার সংক্রমণের শৃঙ্খল ভাঙতে চলছে কড়া বিধিনিষেধ । বন্ধ সমস্ত গণপরিবহণ । শপিং মল, ফুড প্লাজা, সিনেমা হল, হোটেল, রেস্তরাঁও বন্ধ । তবে হোটেল ও রেস্তরাঁগুলি থেকে অনলাইন ফুড ডেলিভারির কাজ চলছে । তবে আজ বণিকসভার প্রস্তাব মেনে হোটেল ও রেস্তরাঁতে বেশ কিছু ছাড় দিল সরকার । বিকেল 5টা থেকে রাত 8টা, এই তিনঘণ্টা হোটেল-রেস্তরাঁয় বসেই খেতে পারবেন মানুষজন । তবে কঠোরভাবে মানতে হবে দূরত্ববিধি । যথাযথভাবে স্যানিটাইজার, মাস্কের ব্যবহার নিশ্চিত করতে হবে । অবশ্যই হোটেল, রেস্তরাঁর কর্মীদের টিকা নিতে হবে । তারপরই কাজে যোগদানের অনুমতি পাবেন তাঁরা ।