পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা রোগীদের ওষুধের যাবতীয় দায়িত্ব হাসপাতালের, নির্দেশিকা সরকারের - State government protocol

কোরোনায় আক্রান্ত রোগীদের ওষুধের যাবতীয় দায়িত্বভার নিতে হবে হাসপাতালকে । এই মর্মে নির্দেশিকা জারি করল রাজ্য সরকার ।

hospital responsible for all medicines of corona patients
hospital responsible for all medicines of corona patients

By

Published : Jul 15, 2020, 9:18 PM IST

কলকাতা, 15 জুলাই : এবার থেকে কোরোনা রোগীদের ওষুধের যাবতীয় দায়িত্ব নিতে হবে হাসপাতালকে । রোগীর পরিবারের ওপরে চাপ সৃষ্টি করলে চলবে না । আজ এমনই নির্দেশিকা জারি করল রাজ্য সরকার ‌। এই নির্দেশিকা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্য সরকারের প্রোটোকল মেনেই হাসপাতালকে সমস্ত ওষুধের ব্যবস্থা করতে হবে ।

কোরোনা চিকিৎসার জন্য রেমডিসিভির এবং অ্যান্টি ইনফ্লেমেটরি ওষুধ টোসিলিজুমাব পাওয়া যাচ্ছে না বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছেন রোগীর পরিজনরা । অভিযোগ, হাসপাতাল চত্বরে ওষুধ না পেয়ে খোলাবাজার থেকে অনেক বেশি মূল্যে ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন । এমনকী খোলাবাজারেও সবসময় ওষুধ মিলছে না বলেও অভিযোগ উঠেছে ।

বিষয়টি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নজরে আসে । ওষুধের এই সঙ্কট কাটাতে অবশেষে উদ্যোগী হল রাজ‍্য সরকার । সেইমতো আজ হাসপাতালগুলোর প্রতি জারি হল নির্দেশিকা ‌। জানিয়ে দেওয়া হল, কোভিড চিকিৎসায় ব্যবহারকারী ওষুধ জোগাড় করার সম্পূর্ণ দায়িত্ব রোগী যেখানে ভরতি রয়েছে সেই হাসপাতালকেই নিতে হবে । রোগীর পরিবারের উপর ওষুধ জোগাড় করার বোঝা চাপান যাবে না । এই নির্দেশিকা জারি হওয়ায় রোগীর আত্মীয় পরিজনরা ওষুধ জোগাড় করা নিয়ে অনেকটা চাপমুক্ত হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ।

ABOUT THE AUTHOR

...view details