কলকাতা,24 ফেব্রুয়ারি: স্বাস্থ্যসাথীর কার্ড রয়েছে এমন কোনও রোগীকে চিকিৎসা পরিষেবা না দিলে বাতিল হতে পারে ওই নির্দিষ্ট হাসপাতালে লাইসেন্স । 2017-র এক আইন উল্লেখ করে মঙ্গলবার বেসরকারি হাসপাতালগুলির উদ্দেশ্যে এমনই নোটিস জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর।
স্বাস্থ্যসাথীর কার্ড রয়েছে এমন কোনও রোগীকে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া যাবে না । একথা আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেও অভিযোগ উঠছিল, স্বাস্থ্যসাথীর কার্ড থাকা সত্ত্বেও বিভিন্ন হাসপাতাল চিকিৎসা পরিষেবা না দিয়ে ফিরিয়ে দিচ্ছে রোগীদের । একের পর এক এই ধরনের অভিযোগ ওঠার পরে মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতর এক নোটিস ইস্যু করে জানিয়ে দিয়েছে, 10টি বেড রয়েছে এমন ছোটো মাপের কোনও নার্সিংহোম থেকে শুরু করে বড় মাপের কর্পোরেট কোনও হাসপাতাল, স্বাস্থ্যসাথীর কার্ড রয়েছে এমন কোনও রোগীকে চিকিৎসা পরিষেবা না দিয়ে ফিরিয়ে দিলে, সংশ্লিষ্ট নার্সিংহোম বা হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।
কোন ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে? ওই নোটিসে জানানো হয়েছে, এক্ষেত্রে সংশ্লিষ্ট নার্সিংহোম বা হাসপাতালের লাইসেন্স বাতিল করা হতে পারে । অথবা, প্রত্যাহার করে নেওয়া হতে পারে কিংবা, লাইসেন্স পুনর্নবীকরণ করা নাও হতে পারে । এই ব্যবস্থা ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি) অ্যাক্ট, 2017 অনুযায়ী নেওয়া হবে বলেও এদিন ওই নোটিসে জানিয়েছে স্বাস্থ্য দফতর।