কলকাতা, 20 এপ্রিল:'বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে মুখ্যমন্ত্রীকেই চাই', এমই দাবিতেই এবার পোস্টার পড়ল কলকাতায় ৷ শহরের বিভিন্ন রাস্তায়, মোড়ে, বিশ্ববিদ্যালয় এমনকী স্কুলের সামনেও বৃহস্পতিবার দেখা গিয়েছে এই হোডিং। আর তাতেই স্পষ্ট লেখা রয়েছে, 'বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বহাল থাকুন মুখ্যমন্ত্রী।' ওয়েস্ট বেঙ্গল কলেজ, ইউনিভার্সিটি ও প্রফেসর সংগঠনের (ওয়েবকুপা) তরফে এই দাবি জানিয়ে শহরের বিভিন্ন প্রান্তে এই পোস্টার দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷
জগদীপ ধনকড়ের আমলে রাজ্যপালকে রাজ্যের বিশ্ববিদ্য়ালয়গুলির আচার্য পদ থেকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে ওই পদে আসীন করে বিধানসভায় বিল পাশ করে রাজ্য সরকার ৷ এরপর সেই বিল রাজ্যপালের অনুমোদনের জন্য রাজভবনে পাঠানো হয়েছে ৷ অভিযোগ, রাজ্যে রাজ্যপাল পরিবর্তন হলেও বিশ্ববিদ্যালয়ের আচার্য নিয়ে বিধানসভায় পাশ হওয়া বিল এখনও ফাইলবন্দি হয়ে আটকে আছে রাজভবনেই ৷ এবার বিধানসভায় পাশ হওয়া সেই বিল অবিলম্বে কার্যকর করতে হবে বলেও লেখা হয়েছে পোস্টারে। ওয়েস্ট বেঙ্গল কলেজ ইউনিভার্সিটি ও প্রফেসর সংগঠনের পক্ষ থেকে এই হোর্ডিং কলকাতার পাশাপাশি দেওয়া হচ্ছে জেলাতেও।
ওয়েস্ট বেঙ্গল কলেজ ইউনিভার্সিটি ও প্রফেসর সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে 'জনরব' কর্মসূচি। জানা গিয়েছে, সেই কর্মসূচির মূল লক্ষ্যই হল বিধানসভায় পাশ হওয়া বিলকে কার্যকর করানো। সংগঠনের তরফ থেকে কৃষ্ণকলি বসু বলেন, "পরাধীন ভারতের আমলে যে নিয়ম ছিল, আমরা স্বাধীন ভারতে তা মানব কেন? বিশ্বভারতীতে আচার্য হয়েছেন দেশের প্রধানমন্ত্রী। উপাচার্যের ক্ষেত্রেও বদল এসেছে। তাহলে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের আচার্য কেন মুখমন্ত্রী হবেন না?"