কলকাতা, 23 মে : আমফান বিধ্বস্ত রাজ্যের উপকূলবর্তী জেলাগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পরে পশ্চিমবঙ্গের জন্য এক হাজার কোটি টাকা সাহায্যের ঘোষণা করেন তিনি। এরপরই আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আর সেখানেও কটাক্ষের সুর । টুইটারে তিনি লেখেন, সংবিধানে দ্বন্দ্বমূলক অবস্থানের কোনও জায়গা নেই । পারস্পরিক সহযোগিতাই কাম্য । আশা করি, এই সহযোগিতার সম্পর্ক বজায় থাকবে । এর জেরে আমফান ও কোরোনায় ক্ষতিগ্রস্ত মানুষজন সামগ্রিকভাবে উপকৃত হবেন ।
গতকাল মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সঙ্গে আকাশপথে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী । পরে তাঁদের সঙ্গে বসিরহাটে পর্যালোচনা বৈঠক করেন । সেখানেই রাজ্যের জন্য এক হাজার কোটি টাকা সাহায্যের ঘোষণা করেন প্রধানমন্ত্রী । পাশাপাশি আমফানে মৃতদের পরিবারকে 2 লাখ ও আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা বলেন । এনিয়ে রাজ্য়ের গেরুয়া শিবির শাসক দলের তৎপরতা ও স্বচ্ছতার উপর প্রশ্ন তুলতে শুরু করেছে । BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হোক । নাহলে আয়লার মতো পরিস্থিতি হবে । কেউ টাকা পাবে না ।"