কলকাতা, 9 মে: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলার পরেই পরিযায়ী শ্রমিকদের ফেরানোর ব্যাপারে উদ্যোগী হয়েছে রাজ্য । রেল মন্ত্রকের তরফে এমনই দাবি করা হয় । সেই দাবি অসত্য বলে জানিয়ে দিল রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর ।
শ্রমিকদের ফেরানো নিয়ে রেল মন্ত্রকের বক্তব্য অসত্য, জানাল স্বরাষ্ট্র দপ্তর - home secretary of west bengal said that Railway Ministry's statement about return of migrant workers is untrue
রেল মন্ত্রকের দাবি অসত্য বলে জানিয়ে দিল রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর ।
রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের করা টুইটে লেখা হয়, "রেলমন্ত্রকের করা টুইট বিভ্রান্তিমূলক এবং ভুল । তাদের টুইটে উল্লেখিত সমস্ত ট্রেন অনুমোদিত এবং 8 মে সমস্ত সংশ্লিষ্ট রাজ্যগুলিকে এই বিষয়ে জানানো হয়েছিল । এই বিষয়ে নতুন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ।"
আজ রেল মন্ত্রকের তরফে দাবি করা হয় যে উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ সহ অন্যান্য রাজ্যগুলির শ্রমিকদের ফেরানোর বিষয়ে যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছে । কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দুটি ট্রেনের অতিরিক্ত আবেদন করেনি । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলার পর আজ পশ্চিমবঙ্গ সরকার আটটি ট্রেনের অনুমোদন দিয়েছে । এগুলির মধ্যে দুটি পঞ্জাব, দুটি তামিলনাড়ু, তিনটি কর্নাটক এবং একটি তেলাঙ্গানা থেকে ছাড়বে ।
রেল মন্ত্রকের এই দাবিকে অসত্য বলে জানিয়ে দিল রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর । রাজ্যের স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, "যে ট্রেনগুলির কথা রেলমন্ত্রক জানিয়েছে সেগুলির বিষয়ে গতকাল রেল মন্ত্রকের সঙ্গে কথা হয়েছিল । আজ এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ।" অর্থাৎ রেল মন্ত্রকের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলার রাজ্য সরকারের উদ্যোগী হওয়ার যে বিষয়টি বলা হয়েছিল, তা খারিজ করা হয়েছে ।