পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের মুখ্যসচিবকে কড়া চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের

পশ্চিমবঙ্গের সার্বিক কোরোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে কড়া চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজিত ভাল্লা ।

নবান্ন
নবান্ন

By

Published : May 6, 2020, 9:35 PM IST

কলকাতা, 6 মে : পশ্চিমবঙ্গের সার্বিক কোরোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে ফের কড়া চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজিত ভাল্লা । রাজ্যের ঢিলেঢালা লকডাউনের কথা চিঠিতে উল্লেখ করেছেন তিনি । পাশাপাশি লিখেছেন, "অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে মৃত্যুর হার সবথেকে বেশি ।"

চিঠিতে তিনি উল্লেখ করেন, "রাজ্যের বাজারগুলোতে ক্রমাগত উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড় । মাস্ক ছাড়া অবাধে রাস্তায় ঘোরাঘুরি করছে সাধারণ মানুষ । বাজারে স্যানিটাইজ়েশন ব্যবস্থা নেই । কনটেনমেন্ট জ়োনে চলছে রিকশা । ভিড় নিয়ন্ত্রণে রাজ্য সরকারের ব্যবস্থা অত্যন্ত দুর্বল । কলকাতা ও হাওড়ায় বারবার লকডাউন অমান্য হয়েছে ।"

তিনি লিখেছেন, "কয়েকটি গোষ্ঠী কয়েকটি জায়গায় লকডাউন অমান্য করছে । এর থেকে স্পষ্ট যে নজরদারি এবং চিহ্নিতকরণের চূড়ান্ত অভাব রয়েছে । লকডাউন কার্যকর করতে গিয়ে আক্রান্ত হচ্ছে পুলিশ । এইসব এলাকায় আক্রান্ত হচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা ।" নাম না করলেও এর মাধ্যমে টিকিয়াপাড়ার ঘটনার দিকেই তিনি ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে ।

অন্য রাজ্যগুলির কোরোনা পরিস্থিতির সঙ্গে তুলনা টেনে লেখেন, "গোটা দেশের তুলনায় পশ্চিমবঙ্গে মৃত্যুর হার 13.2 শতাংশ । সবথেকে বেশি । পশ্চিমবঙ্গের জনবহুল এলাকায় আরও পরীক্ষার প্রয়োজন ছিল । জনবসতির ঘনত্বের নিরিখে পরীক্ষা করা হয়নি । টেস্ট দেরিতে হওয়ায় চিহ্নিতকরণ হয়নি । রোগীদের বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে । রাজ্যে কোয়ারানটিন ব্যবস্থা খুবই উদ্বেগজনক । ICMR অনুমোদিত মাস্ক ও PPE ব্যবহার করা হোক ।" এছাড়াও চিঠিতে ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের বিষয়েও বাড়তি নজর দেওয়ার কথা উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব । শ্রমিক মহল্লায় কোরোনা সচেতনতা নেই বলে জানান তিনি ।

ABOUT THE AUTHOR

...view details