পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দেশখালি ইশু : রাজ্যপালের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা - sandeshkhali

সন্দেশখালির ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল স্বরাষ্ট্র মন্ত্রক ।

স্বরাষ্ট্র মন্ত্রক

By

Published : Jun 9, 2019, 2:22 PM IST

Updated : Jun 9, 2019, 4:43 PM IST

কলকাতা, 9 জুন : সন্দেশখালির ন্যাজাট-এ শনিবার তৃণমূল-BJP সংঘর্ষে এখনও পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে । এই ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল স্বরাষ্ট্র মন্ত্রক । রাজ্যকে বিস্তারিত রিপোর্ট আজই জমা দিতে বলা হয়েছে। রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও জানতে চাওয়া হয়েছে।


BJP সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালির ঘটনার পর গতকাল রাতে দিল্লিতে মুকুল রায় স্বরাষ্ট্র মন্ত্রকে গিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন । সেই অভিযোগের ভিত্তিতেই আজ স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে বলে খবর ।

গতকাল তৃণমূল - BJP সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির ন্যাজাট । BJP-র ৩ জন কর্মী প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল ও তপন মণ্ডলকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । অন্যদিকে কায়ুম মোল্লা নামে এক তৃণমূলকর্মীকে খুনের অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে।

এদিকে, রাজ্যে একের পর এক রাজনৈতিক সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার । দিল্লি গেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি । সূত্রের খবর রাজ্যপালের সঙ্গে কাল দিল্লিতে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী । সেই বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি সন্দেশখালির বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে ।

Last Updated : Jun 9, 2019, 4:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details