নয়াদিল্লি, 17 মার্চ: পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে কি মিথ্যা ও মনগড়া মামলা দেওয়া হচ্ছে? জানতে চায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ তাই এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) মন্ত্রক ৷ সেই রিপোর্ট অবিলম্বে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷
বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরে করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari claim of false cases) ৷ তিনি এই নিয়ে চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) দফতরে ৷ সূত্রের খবর, তার পরই নড়েনড়ে বসেছে কেন্দ্রীয় সরকার ৷ জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রকে প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি চিঠি আসে ৷ সেই চিঠি এই বিষয়টি খতিয়ে দেখতে বলা হয় ৷ ওই চিঠির সঙ্গে শুভেন্দু অধিকারীর পাঠানো চিঠিটাও যুক্ত করে দেওয়া হয় ৷
তার পরই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হল (Home Ministry Seeks Report on False Cases) ৷ পশ্চিমবঙ্গ সরকারের কাছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে যে চিঠিটি পাঠানো হয়েছে, সেখানে লেখা হয়েছে, "যেহেতু অভিযোগে উঠে আসা সমস্যাটি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সম্পর্কিত, তাই অনুরোধ করা হচ্ছে যে দয়া করে বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখা হোক এবং এই বিষয়ে অবিলম্বে এই মন্ত্রকের কাছে একটি রিপোর্ট পেশ করা হোক ৷’’