পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Governor CV Ananda Bose: প্রাণসংশয়! রাজ্যপাল সিভি আনন্দকে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা - কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কম্যান্ডো

রাজ্যপালের জীবনের ঝুঁকি আছে ৷ গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রা তাঁর জন্য কড়া সুরক্ষার বন্দোবস্ত করল স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry gives z plus category security to West Bengal Governor CV Anand Bose) ৷

Governor CV Anand Bose
রাজ্যপাল সিভি আনন্দ বোস

By

Published : Jan 4, 2023, 11:10 AM IST

Updated : Jan 4, 2023, 2:23 PM IST

কলকাতা, 4 জানুয়ারি: রাজ্যপাল সিভি আনন্দ বোসের নিরাপত্তা বৃদ্ধি করল স্বরাষ্ট্র মন্ত্রক ৷ তাঁর জন্য জে প্লাস ক্যাটেগরির সুরক্ষার বন্দোবস্ত করল কেন্দ্রীয় সরকার ৷ রাজ্যপালের প্রাণহানির আশঙ্কা আছে ৷ গোপনসূত্রে এই খবর পাওয়ার পরপরই কড়া পদক্ষেপ করে মোদি সরকার ৷

সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, গোয়েন্দা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সম্পর্কিত গোপন রিপোর্ট পেশ করে ৷ বঙ্গের রাজ্যপালের নিরাপত্তার দায়িত্ব এবার থেকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কম্যান্ডোরা সামলাবেন ৷ রাজ্যপাল হওয়ার আগে সিভি আনন্দ বোস একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন । আমলা হিসেবে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি কেরল সরকারের কাজও করেছেন তিনি । তাছাড়া পশ্চিমবঙ্গে একুশের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসাত্মক ঘটনার তদন্ত কমিটির অন্যতম সদস্যও ছিলেন সিভি আনন্দ বোস ৷

আরও পড়ুন: রাজ্যপালের শপথগ্রহণে উপস্থিত প্রাক্তন গোপালকৃষ্ণ গান্ধি

জেড প্লাস ক্যাটেগরির দেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ৷ কারও প্রাণনাশের হুমকি থাকলে তাঁকে সাধারণত এই সুরক্ষা দেওয়া হয় ৷ এতে 35 থেকে 40 জন কম্যান্ডো প্রহরায় থাকেন ৷ এর নীচে ওয়াই ক্যাটেগরিতে দু'জন পার্সোনাল সিকিউরিটি অফিসার (Personal Security Officers (PSOs)) নিরাপত্তায় থাকেন ৷

প্রসঙ্গত উল্লেখ্য, 2022 সালের জুলাইয়ে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি নির্বাচিত হন ৷ তার পর অস্থায়ী রাজ্যপাল হিসেবে রাজ্যের দায়িত্বে ছিলেন লা গণেশন ৷ তারপর 17 নভেম্বর রাষ্ট্রপতির সচিবালয় থেকে রাজ্যপাল হিসেবে প্রাক্তন আমলা সিভি আনন্দ বোসের নাম জানানো হয় ৷ 23 নভেম্বর তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেন ৷

Last Updated : Jan 4, 2023, 2:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details