কলকাতা, 4 জানুয়ারি: রাজ্যপাল সিভি আনন্দ বোসের নিরাপত্তা বৃদ্ধি করল স্বরাষ্ট্র মন্ত্রক ৷ তাঁর জন্য জে প্লাস ক্যাটেগরির সুরক্ষার বন্দোবস্ত করল কেন্দ্রীয় সরকার ৷ রাজ্যপালের প্রাণহানির আশঙ্কা আছে ৷ গোপনসূত্রে এই খবর পাওয়ার পরপরই কড়া পদক্ষেপ করে মোদি সরকার ৷
সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, গোয়েন্দা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সম্পর্কিত গোপন রিপোর্ট পেশ করে ৷ বঙ্গের রাজ্যপালের নিরাপত্তার দায়িত্ব এবার থেকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কম্যান্ডোরা সামলাবেন ৷ রাজ্যপাল হওয়ার আগে সিভি আনন্দ বোস একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন । আমলা হিসেবে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি কেরল সরকারের কাজও করেছেন তিনি । তাছাড়া পশ্চিমবঙ্গে একুশের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসাত্মক ঘটনার তদন্ত কমিটির অন্যতম সদস্যও ছিলেন সিভি আনন্দ বোস ৷