পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee Foreign Tour: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার - মমতা বন্দ্যোপাধ্যায়

সেপ্টেম্বর মাসে দুবাই ও ইউরোপ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সফরে সম্মতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ জানা গিয়েছে, রাজ্যের মাটিতে শিল্পে বিনিয়োগের উদ্দেশ্য়েই এই সফর ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায় ইউরোপ সফরে যাবেন

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 12:49 PM IST

Updated : Aug 31, 2023, 3:38 PM IST

নয়াদিল্লি ও কলকাতা, 31 অগস্ট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুবাই, ইউরোপ সফরের অনুমোদন দিল কেন্দ্র ৷ 12 সেপ্টেম্বর থেকে বিদেশ সফরে যাবেন তিনি ৷ জানা গিয়েছে, এই বিদেশ সফরের প্রথমে দুবাই যাবেন তৃণমূল সুপ্রিমো ৷ তার পরে স্পেনের মাদ্রিদে যাওয়ার কথা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর । এই সফরের জন্য কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে অনুমোদন চাওয়া হয়েছিল ৷ বৃহস্পতিবার সেই সফরের জন্য অনুমোদন পাওয়া গেল ৷ 12 থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত বিদেশ সফরে যাওয়ার কথা রয়েছে ৷ বাংলার জন্য লক্ষ্মী লাভের আশায় বিদেশে যাবেন তিনি ৷ 15 অগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর সম্ভাবনার বিষয়টি জানিয়েছিল ইটিভি ভারত । তখনও স্বরাষ্ট্রমন্ত্রকের ছাড়পত্র না মেলায় ছিল সংশয় । আজ স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদনে বিদেশ সফরে মমতা ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরসূচির বিষয়টি কেন্দ্রকে জানিয়ে চিঠি দিয়েছিল রাজ্য সরকার ৷ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে সামনে রেখে বহির্বিশ্বের শিল্পপতিদের বাংলায় ডেকে আনাই এই সফরের ভাবনা ৷ অতীতে এমন ঘটনা ঘটেছে, যেখানে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পরেও কেন্দ্রের অনুমতি মেলেনি ৷ শেষ মুহূর্তে সফর বাতিল করতে হয়েছে ৷ তাই সে সব কথা মাথায় রেখে আগেভাগে অনুমোদন চাওয়া হয়েছিল ৷

আরও পড়ুন: রাজ্যে শিল্পে আনার লক্ষ্য নিয়ে স্পেন ও দুবাই যেতে পারেন মমতা

সূত্রের খবর, 12 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী দুবাই পৌঁছবেন ৷ সেখান থেকেই 13 সেপ্টেম্বর তিনি স্পেনের উদ্দেশ্যে রওনা দেবেন ৷ 13-20 সেপ্টেম্বর পর্যন্ত তিনি স্পেনেই থাকবেন ৷ এক্ষেত্রে মাদ্রিদ, বার্সেলোনা-সহ একাধিক শহরে তাঁর সঙ্গে শিল্পপতিদের বৈঠক হওয়ার কথা রয়েছে ৷ 20 সেপ্টেম্বর বার্সেলোনা শহর থেকে তিনি আবার দুবাই ফেরার বিমান ধরবেন ৷ দুবাইয়ে দু'দিন থেকে 23 তারিখ দুবাই থেকে কলকাতায় ফেরার বিমানে উঠবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন: মুম্বইয়ে ইন্ডিয়ার মেগা বৈঠক ! আসন বণ্টন নিয়ে আলোচনার সম্ভাবনা

এই বিদেশ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ কারণ আগামী নভেম্বরে রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে ৷ এই সম্মেলনের কথা মাথায় রেখে বিদেশের শিল্পমহল, বণিক সভাগুলিকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি রাজ্যের উন্নয়নের কথাও দুই দেশের মানুষের কাছে তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দুবাই-স্পেনের ভারতীয় শিল্পপতিদেরও রাজ্যে বিনিয়োগের জন্য আহ্বান জানাতে পারেন তিনি ৷ সব মিলিয়ে রাজ্যের মাটিতে নতুন শিল্প স্থাপনের ভাবনা রয়েছে মমতার এই সফরে ৷ এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে পারেন রাজ্যের শিল্পমহলের একাংশ এবং বিভিন্ন দফতরের আমলারাও ৷

Last Updated : Aug 31, 2023, 3:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details