পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা শোভন ও বৈশাখিকে - Sovon Chatterjee joins BJP

কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় ৷ গতকালই শোভনবাবুর নিরাপত্তা শিথিল করেছিল রাজ্য সরকার ৷

শোভন

By

Published : Aug 18, 2019, 11:06 AM IST

Updated : Aug 18, 2019, 12:10 PM IST

কলকাতা, 18 অগাস্ট : BJP-তে যোগ দেওয়ার পরই তাঁর নিরাপত্তা আরও শিথিল করেছিল রাজ্য সরকার ৷ আর পরদিনই শোভন চট্টোপাধ্যায়কে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । বৈশাখি বন্দ্যোপাধ্যায় পাবেন ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা ৷

দীর্ঘ জল্পনার পর 14 অগাস্ট BJP-তে যোগ দেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় ৷ এরপরই শোভনবাবুর নিরাপত্তা বাড়াতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে আর্জি জানায় রাজ্য BJP ৷ সেই আবেদন মঞ্জুর হয়েছে ৷ ইতিমধ্যেই শোভনবাবুর বাড়ি পরিদর্শন করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ সূত্রের খবর, শোভনবাবুর নিরাপত্তায় সর্বক্ষণ চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকবে ৷ আর বৈশাখির নিরাপত্তায় থাকবে দু'জন জওয়ান ৷

এই সংক্রান্ত আরও খবর :তৃণমূলের ভোট লুট নিয়ে সরব, "ইতিবাচক শক্তি" বলে BJP-র ইনিংস শুরু শোভনের

এদিকে, গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর আজ সন্ধ্যায় প্রথমবার কলকাতায় পা রাখবেন শোভনবাবু ৷ সন্ধ্যা সাতটায় তিনি বিমানবন্দরে নামবেন ৷ BJP সূত্রে খবর, এরপর শোভনবাবুকে সংবর্ধনা দেবেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ সেখান থেকে দলের মুরলীধর সেনে রাজ্য দপ্তরে যেতে পারেন শোভনবাবু ৷

এই সংক্রান্ত আরও খবর :BJP-তে যোগ দিলেন শোভন

Last Updated : Aug 18, 2019, 12:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details