কলকাতা, 9 নভেম্বর:পুজোর ক'টা দিন কলকাতা ঘুরে দেখানোর জন্য চালু হয়েছিল হোহো বাস পরিষেবা, যা একটু অন্য ধাঁচের ৷ এই বাসে উঠলে যাত্রীরা ঘুরে দেখতে পারবেন তিলোত্তমার বিভিন্ন দর্শনীয় জায়গা ৷ পুজোতে এই বাস চালু হলেও পরে তা বন্ধ হয়ে গিয়েছিল ৷ কিন্তু সামনেই শীত ৷ আর এই শীতের মরশুমে আবারও শুরু হতে চলেছে এই বাস পরিষেবা। কিছুটা বিদেশের ধাঁচে এই পরিষেবার পুরো কথা হল 'হপ অন হপ অফ' সংক্ষেপে 'হোহো' (HoHo Bus Service)।
রাজ্য পরিবহণ বিভাগ (State Transport Department) ও পর্যটন বিভাগের (Tourist Department) যৌথ উদ্যোগে এহেন পরিষেবা কলকাতায় এই প্রথম (HoHo Bus Service to Start in kolkata)। এক টিকিটেই ঘোরা যাবে পুরো কলকাতা। অর্থাৎ, হোহো-তে চড়ার সময় একটি টিকিট কাটলে সেই টিকিট ব্যবহার করা যাবে অন্যান্য সরকারি যানবাহন ও ফেরিতেও। তবে শুধুমাত্র ওই দিনের জন্যই। জানা গিয়েছে, যে আপাতত একটি টিকিটের মূল্য 250 টাকা ধার্য করা হয়েছে।