পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তাপস পালের জন্য মুখ্যমন্ত্রী কী করেছেন, তাঁর পরিবার জানে : ফিরহাদ - তাপস পালের মৃত্যুতে BJP-কে দায়ি করলেন ফিরহাদ

মুখ্যমন্ত্রীর মতো ফিরহাদ হাকিমও তাপস পালের মৃত্যুর জন্য BJP-কেই দোষ দিলেন ৷ বললেন, "ওরা তাপস পালের মৃত্যুর জন্য দায়ি ৷ ওদের ক্ষমা চাওয়া উচিত ।"

ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম

By

Published : Feb 19, 2020, 9:16 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি : তাপস পালের মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বক্তব্যের পালটা দিতে গিয়ে বিরোধীরা মনে করিয়ে দিয়েছে, তাপস পাল অসুস্থ থাকাকালীন একবারও দেখা করতে যাননি তিনি । তাদের কথায়, তাপস পালকে অবহেলা করেছেন তিনি নিজেই। তা নিয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ হাকিম বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন, তা তাপস পালের পরিবার জানে ।"

BJP নেতা রাহুল সিনহার বক্তব্যের প্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেন, "ওরা কী বলল না বলল তাতে কিছু যায় আসে না । তাপস পালের পরিবার জানে ৷ আর আমরা জানি যে, মুখ্যমন্ত্রী তাপস পালের জন্য কী করেছেন ।" তাপস পালের মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রীর মতো BJP-কেই দোষ দিয়েছেন তিনি ৷ বললেন, "ওরা তাপস পালের মৃত্যুর জন্য দায়ি ৷ ওদের ক্ষমা চাওয়া উচিত ।"

মুখ্যমন্ত্রীর মতো ফিরহাদ হাকিমও তাপস পালের মৃত্যুতে BJP-কেই দায়ি করলেন

আজ কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন । সেই অনুষ্ঠানে গিয়ে অমর্ত্য সেন বলেন, "দেশের অবস্থা ভালো নয় । নিজেদের মধ্যে বিভেদ বাধিয়ে কোনও রাজনৈতিক দল নিজেদের স্বার্থসিদ্ধি করতে চাইছে । যা কখনই ঠিক নয় ।" তা নিয়ে ফিরহাদ হাকিম বলেন, "পশ্চিমবঙ্গ হচ্ছে রবীন্দ্রনাথের ভূমি ৷ কবি নজরুলের ভূমি ৷ ঠাকুর রামকৃষ্ণদেবের ভূমি ৷ স্বামী বিবেকানন্দের ভূমি ৷ কবি নজরুলের ভূমি ৷ এই ভূমিতে কখনই বিভেদের রাজনীতি থাকবে না ৷ এই ভূমিতে আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে থাকব । আমাদের মধ্যে কোনওদিনই ভেদাভেদ থাকবে না । রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন করতে গিয়ে রাস্তায় নেমেছিলেন । ঐক্যের জন্য আমরা রবীন্দ্রনাথকে ভুলে নাগপুরকে মনে করব, তা কখনই হতে পারে না ।"

ABOUT THE AUTHOR

...view details