কলকাতা, 3 অক্টোবর: রাজনৈতিক অবস্থান আলাদা হতেই পারে । তাই বলে অসুরের মুখাবয়বে গান্ধিজিকে দেখে ক্ষুব্ধ মহানগর । সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা সকলেই অখিল ভারতীয় হিন্দু মহাসভার (Akhil Bharat Hindu MahaSabha) এই কীর্তিকে নিন্দাই করছেন । বিশেষ করে সাধারণ মানুষের একটা বড় অংশের অভিমত রাজনৈতিক নেতাদের মধ্যে ভিন্ন মতাদর্শের কারণে সৌজন্য দেখানোর পরম্পরা ক্রমেই নষ্ট হয়ে যাচ্ছে । আর এই ঘটনা রাজনৈতিক অসহিষ্ণুতার পরিচয় । অনেকেই দ্ব্যর্থহীন ভাষায় তারা পুজাে উদ্যোক্তাদের এই কীর্তির নিন্দা করেছেন (Mahatma Gandhi Lookalike as Asura)।
উত্তর কলকাতার শোভাবাজারের একটি পুজো মণ্ডপে দাঁড়িয়ে বালিগঞ্জের বাসিন্দা তনিমা রাউত বলেন, "আমি টিভির পর্দায় গোটা ঘটনাটা দেখেছি । আমার মনে হয় সাধারণ মানুষের এ ধরনের ঘটনা বর্জন করা উচিত । এগুলিকে বাড়তি গুরুত্ব না দেওয়াই ভালো । এই নিয়ে আলোচনাও পুজো উদ্যোক্তাদের উৎসাহিত করে ।" তিনি আরও বলেন, "আমি রাজনীতি বুঝি না । তবে মহাত্মা গান্ধিকে অসুরের স্থানে বসিয়ে পুজাে উদ্যোক্তারা কোনও সৌজন্য দেখায়নি ।"
আরও পড়ুন:হিন্দু মহাসভার পুজোয় অসুরের বদলে গান্ধির মুখ, বিতর্ক তিলোত্তমা জুড়ে
অন্যদিকে বারাসাতের বাসিন্দা রক্তিম বন্দোপাধ্যায় জানান, সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের মধ্যে অসহিষ্ণুতা বাড়ছে । যারা আজকাল রাজনীতি করেন তারা তো সাধারণ মানুষেরই প্রতিনিধি । ভাই খুব স্বাভাবিকভাবে মূল্যবোধ ও সহিষ্ণুতার অভাব থেকেই এই ধরনের ঘটনা ঘটছে বলে মনে হয় ।
এই ঘটনার পর কংগ্রেসের তরফ থেকে রুবি পার্কের পুজাে উদ্যোক্তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয় । প্রদেশ কংগ্রেসের মুখপাত্র তথা আইনজীবী কৌস্তভ বাগচী উত্তর 24 পরগনার টিটাগড় থানায় এ নিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন । রাতে কসবা থানাও পুজোটির কর্মকর্তাদের নামে উস্কানিমূলক আচরণ এবং বিভেদ সৃষ্টির জন্য অভিযোগ দায়ের হয়েছে । জানা গিয়েছে, কংগ্রেসের তরফ থেকে কসবা থানায় সংশ্লিষ্ট পুজো উদ্যোক্তাদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভও দেখানো হয় ।