কলকাতা, 25 মে: আজ জামাইদের মহাভোজের দিন ৷ পাতে থাকবে নাকি ইলিশ ? তবে এবারের জামাইষষ্ঠীতে বর্ষা আসেনি ৷ তাই ষষ্ঠীর বাজারে পদ্মার ইলিশ নেই ৷ মায়ানমার ইলিশেই রসনা তৃপ্তি করতে হবে জামাইদের ৷ হয়তো একে দুধের স্বাদ ঘোলে মেটানো বলে ৷
জামাইষষ্ঠীর দিনে জামাইয়ের পাতে ইলিশ দিতে চান না, এমন শ্বশুর-শাশুড়ির সংখ্যা হাতে গোনা ৷ তবে এখন ভালো মানের আর ঠিকঠাক সাইজের ইলিশের স্বাদ-গন্ধ পাওয়া মুশকিল ৷ কারণ কলকাতার বাজারে এই মুহূর্তে এমন সুস্বাদু ইলিশের বেজায় অভাব ৷ জামাইষষ্ঠীতে কলকাতার বাজারে নেই ভালো মানের বাংলাদেশি ইলিশ ৷ হিমঘরে থাকা বাংলাদেশ ও রাজ্যের ইলিশ রয়েছে সামান্যই।
বাংলাদেশি ইলিশ নেই ৷ তবে বাজারে ইলিশ নেই, তেমনটা নয় ৷ এখন কলকাতা এবং তার লাগোয়া শহরতলির বাজারগুলিতে মিলছে মায়ানমারের ইলিশ ৷ পূর্ববঙ্গ বা পশ্চিমবঙ্গের ইলিশের যে স্বাদ, তার সঙ্গে এই ইলিশের তুলনা চলে না ৷ এদিকে বাঙালির হাতে অন্য কোনও মায়ানমার ছাড়া গতি নেই ৷ তাই একরকম বাধ্য হয়েই বাজারে গিয়ে শ্বশুর-শাশুড়ির দল যা কিনছেন, তার বেশিরভাগটাই মায়ানমার থেকে আমদানিকৃত ৷