গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনায় সংক্রমিত হয়েছে 1690 জন । একদিনে আক্রান্তের নিরিখে এটিই সর্বোচ্চ । মৃত্যু হয়েছে 23 জনের । যা নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 1023 ।
রাজ্যে ফের রেকর্ড সংক্রমণ, কলকাতায় কমল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা - কোরোনা ভাইরাস
07:14 July 17
কলকাতা, 17 জুলাই : সময় যত এগোচ্ছে রাজ্যের কোরোনা পরিস্থিতি তত জটিল হচ্ছে । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?
07:14 July 17
কোরোনা সংক্রমণ রুখতে ময়নাগুড়িতে 19 জুলাই থেকে চার দিনের জন্য সমস্ত রকম ব্যবসা বন্ধ করতে চলেছেন ব্যবসায়ীরা । নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানও বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
07:14 July 17
কোরোনায় আক্রান্ত হলেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক আখরুজ্জামান । জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 355 ।
07:14 July 17
আসানসোল, জামুড়িয়া , রানিগঞ্জ এলাকায় মাস্ক না পরায় 159 বাসিন্দার বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ ।
07:13 July 17
যাদবপুরের কিশোর বাহিনী ও কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম তৈরি হতে চলেছে সেফ হোম ।
06:57 July 17
জগৎবল্লভপুর থানার OC ও 2 পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত হলেন । প্রত্যেককে সঞ্জীবনী হাসপাতালে ভরতি করা হয়েছে ।
06:57 July 17
কলকাতায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 28 থেকে কমিয়ে 24টি করা হল ৷
06:56 July 17
গৌতম দেবের এক দেহরক্ষী কোরোনায় আক্রান্ত হওয়ায় 14 দিনের জন্য হোম আইসোলেশনে থাকবেন তিনি। 19 তারিখ তাঁর সোয়াব টেস্ট করা হবে।
06:56 July 17
বিনা চিকিৎসায় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের সামনে দীর্ঘ সময় পড়ে রইলেন মুমূর্ষু এক বৃদ্ধ ৷ পরে তাঁকে হাসপাতালে ভরতির ব্যবস্থা করা হয় ৷
06:56 July 17
উত্তর 24 পরগনার দত্তপুকুরের কদম্বগাছি কয়রা গ্রামে লকডাউনের মধ্যে নিয়মভঙ্গ করে পথসভা করার অভিযোগ ৷ সেই পথসভা বানচাল করতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতার ঘনিষ্ঠদের বিরুদ্ধে ।
06:41 July 17
মালদায় মেডিকেলের ভাইরোলজি বিভাগের ল্যাবরেটরির 9 টেকনিশিয়ানের মধ্যে 6 জনই কোরোনায় আক্রান্ত ৷