পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের রাজ্যে একদিনে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 4 হাজার - রেকর্ড সংক্রমণ রাজ্যে

গত 24 ঘণ্টায় রাজ্যে 4 হাজার 69 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । মৃত্যু হয়েছে 64 জনের ।

spike in COVID-19 cases in state
spike in COVID-19 cases in state

By

Published : Oct 21, 2020, 9:14 PM IST

কলকাতা, 21 অক্টোবর : ফের একদিনে রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল চার হাজার । গত 24 ঘণ্টায় কোরোনা আক্রান্তের সংখ্যা 4 হাজার 69 জন ।

এখনও পর্যন্ত এটাই একদিনে সর্বোচ্চ সংক্রমণ । এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 লাখ 33 হাজার 126 । শেষ 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 64 জনের । রাজ্যে এখনও পর্যন্ত মোট 6 হাজার 244 জনের কোরোনায় মৃত্যু হয়েছে ।

হাইকোর্টের তরফে নেওয়া হয়েছে কড়া সিদ্ধান্ত । সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে এবার পুজো মণ্ডপগুলিকে নো-এন্ট্রি জ়োন ঘোষণা করা হয়েছে । কিন্তু তা সত্ত্বেও আজ কলকাতার একাধিক এলাকায় চোখে পড়ার মতো ভিড় ছিল । শপিং মলগুলিতেও রয়েছে শেষ মুহূর্তের কেনাকাটার তোড়জোড় । কলকাতায় শেষ 24 ঘণ্টায় 879 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । উত্তর 24 পরগনায় আক্রান্ত হয়েছে 872 জন ।

রাজ্যে গতকাল পর্যন্ত 40 লাখ 78 হাজার 651টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । আজ 43 হাজার 592টি নমুনা পরীক্ষা করা হয় । সব মিলিয়ে এপর্যন্ত মোট 41 লাখ 22 হাজার 243টি নমুনা পরীক্ষা করা হয়েছে । প্রতি 10 লাখে 45 হাজার 803 জনের পরীক্ষা হয়েছে । নমুনা পরীক্ষার পর বর্তমানে কোরোনায় আক্রান্তের হার 8.08% ।

ABOUT THE AUTHOR

...view details