কলকাতা, 2 এপ্রিল : আজ থেকে রাজ্যে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা । করোনা অতিমারি অনেকটাই নিয়ন্ত্রণে ৷ এবছর অফলাইনে পরীক্ষা ফিরে এসেছে । গত দু'বছর পড়াশোনা হয়েছে অনলাইনেই । অনলাইন শেষে অফলাইন পরীক্ষার পালা (Higher Secondary Examination 2022 in Offline mode begins in West Bengal) । পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 2022-এর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা শেষবার স্কুলের মুখ দেখেছিল মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় ৷ তারপরেই করোনার দাপটে টানা দু'বছর স্কুল বন্ধ ছিল ৷ তাই উচ্চমাধ্যমিকের আগে কয়েকটি স্পেশ্যাল ক্লাস এবং প্রাক্টিক্যাল স্কুলে হলেও তেমন ভাবে ক্লাসরুম পঠন-পাঠন হয়নি তাঁদের । স্বভাবতই আজকের এই পরীক্ষা তাদের কাছে অনেকটাই চ্যালেঞ্জিং ।
এক পরীক্ষার্থী বলেন, "স্কুলে নিয়মিত লেখার মধ্যে থাকতে পারলে পরীক্ষায় নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নপত্র শেষ করাটা সমস্যা হয়ে ওঠে না । তবে আমরা পুরো পড়াশোনাটা অনলাইনে ও কম্পিউটারে করেছি ৷ তাই লেখার অভ্যাসটা অনেকটাই চলে গিয়েছে । এর ফলে সময়ের মধ্যে প্রশ্নপত্র শেষ করাটা নিয়ে কিছুটা চিন্তায় রয়েছি ।" আরও এক পরীক্ষার্থী বলেন, "অনলাইনে ক্লাস ছাড়া গত দু'বছর আমাদের স্কুলের সঙ্গে তেমন একটা যোগাযোগ ছিল না । সেক্ষেত্রে স্কুল থেকে পরীক্ষার জন্য প্রয়োজনীয় সাজেশনগুলো পাইনি ৷ পরীক্ষা প্রস্তুতিতে খুব একটা সাহায্য আমরা পাইনি । অভিভাবক ও প্রাইভেট টিউটররা আমাদের সাহায্যে করেছেন ।"