কলকাতা, 30 অক্টোবর: এ বছর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন দুটি বিষয় হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সায়েন্স । তবে এই নিয়ে আপাতত কোনও বই বা প্রশ্নোত্তর নেই । সেই কারণে এ বার বড় পদক্ষেপ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । এই দুটি বিষয় নিয়েই সংসদের পোর্টালে থাকবে প্রশ্নপত্র ও বোঝার মতো বিভিন্ন তথ্য । ফলে পড়ুয়া ও শিক্ষক দু'জনেরই সুবিধা হবে ।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স - এই দুটি বিষয় নিয়েই সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি প্রশিক্ষণ শিবির হয় । প্রথম পর্যায়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের 60টি স্কুলের কম্পিউটার সায়েন্সের শিক্ষকরা এই প্রশিক্ষণ নিয়েছেন । 16 দিন ধরে চলে এই প্রশিক্ষণ । এরপরে ফের দ্বিতীয় পর্যায়ে 60টি স্কুলের কম্পিউটার শিক্ষকরা এই প্রশিক্ষণ নেন । নতুন বিষয় হওয়ার কারণে কোনও বেসরকারি সংস্থার তরফ থেকেও এই বিষয়ে প্রশ্নোত্তর তৈরি করা যাচ্ছিল না । তবে এ বার বিজ্ঞপ্তি প্রকাশ করা হল । নিজেদের ওয়েবসাইটে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স নিয়ে পড়ুয়াদের বোঝার মতো তথ্য, প্রশ্নপত্র ইত্যাদি আপলোড করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ।