কলকাতা, 3 মার্চ : আর কয়েকদিন পরই স্কুল জীবনের শেষ বড় পরীক্ষা অর্থাৎ উচ্চমাধ্যমিক দিতে চলেছে পড়ুয়ারা । এরপর তারা কলেজজীবনে পা দেবে । স্বাভাবিকভাবেই পরীক্ষা নিয়ে চিন্তিত তারা । শেষ মুহূর্তে নির্দিষ্ট বিষয়ের কোন কোন অধ্যায়ে বিশেষ নজর দেবে বা কোন বিষয়টি পড়ে নিতে হবে আরও একবার তার জন্যই প্রয়োজন লাস্ট মিনিট সাজেশনের । সেই প্রস্তুতিতে সাহায্য করবে ETV ভারত । ভূগোল বিষয়ের সাজেশন দিচ্ছেন ভদ্রকালী সারদামণি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা শুভ্রা সেনগুপ্ত (25 বছরের অভিজ্ঞতাসম্পন্ন) । দু'টি পর্বে প্রকাশিত হচ্ছে তার টিপস । আজ দ্বিতীয় পর্ব।
উচ্চমাধ্যমিক : শেষ মুহূর্তে কী পড়বে ভূগোলের জন্য ?
ভূগোলের জন্য শেষ মুহূর্তে কী কী পড়তে হবে, কোন দিকে বেশি নজর দিতে হবে, আর পরীক্ষার হলে লেখার সময়ই বা কোন কোন দিকে মনযোগ দিতে হবে তা নিয়ে পরামর্শ দিয়েছেন ভদ্রকালী সারদামণি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা শুভ্রা সেনগুপ্ত ।
HS
ভূগোলের জন্য শেষ মুহূর্তে কী কী পড়তে হবে, কোন দিকে বেশি নজর দিতে হবে, আর পরীক্ষার হলে লেখার সময়ই বা কোন কোন দিকে মনযোগ দিতে হবে তা নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি ।
একনজরে দেখে নেব তাঁর পরামর্শগুলি :
- অর্থনৈতিক বিকাশ ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে কী পার্থক্য তা তোমরা একটু দেখবে ।
- ভৌগলিক অঞ্চলগুলির উপর ভিত্তি করে যে অর্থনৈতিক অঞ্চলগুলি গড়ে ওঠে তার উপাদান, নিয়ন্ত্রকগুলি দেখে যেয়ো ।
- তথ্যপ্রযুক্তিটাও দেখে নেবে । পরিকল্পনার স্তরক্রম, পরিকল্পনাগ্রাম নিয়েও একটু আলোচনা করবে ।
- সারা পৃথিবীতে মানুষ-জমি অনুপাত, জনঘনত্ব, কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য, জনাকীর্ণতার প্রভাব খুব ভালো করে পড়বে ।
- ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণগুলিও ভালো করে দেখবে ।
- জন বিবর্তন মডেলের বিভিন্ন পর্যায় দেখে যাবে ।
- ছত্তিশগড়ের খনিজ ও শিল্পের বর্ণনার উপর বিশেষ করে নজর দিতে হবে ।
- কার্যাবলী অনুযায়ী পৌর বসতির শ্রেণিবিভাগ এবার বিশেষ গুরুত্বপূর্ণ ।
- ছোটো প্রশ্নের ক্ষেত্রে আলপিন টু এলিফ্যান্টস, সব জায়গা থেকেই প্রশ্ন হতে পারে । সেটার কোনও সাজেশন বা পরামর্শ দেওয়া ঠিক নয় । এখন অনেকেই ভূগোলে 100-তে 100 পাচ্ছে । সেক্ষেত্রে খুব খুঁটিয়ে পড়া, ভূগোল বইয়ের প্রতিটি অধ্যায়ের প্রতিটি লাইন খুঁটিয়ে পড়া ভীষণ জরুরি হয়ে দাঁড়িয়েছে ।
- আর একটি বিষয়, যে কোনও অধ্যায়েই তোমরা যে সালগুলি এড়িয়ে যাও, ইতিহাসের সাল পড়বে ভূগোলের না, সেটা কিন্তু ঠিক নয় ।
- কোন সময় কোন তারিখে বসুন্ধরা সম্মেলনগুলি হচ্ছে সেই সাল তারিখগুলি তোমাদের মনে রাখতে হবে । তা না হলে যাদের 100-য় 100 পাওয়ার ইচ্ছে আছে, সেই ইচ্ছেটা কিন্তু অনেকটা দূরবর্তী দ্বীপের মতোই হয়ে থাকবে ।
- ঘড়ির দিকে নজর রাখবে । সময় ধরে প্রস্তুতি নেবে ৷
- অনেকেই ভেবে থাকে, পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন দেখব, উত্তর দিয়ে দেব । এটা খুব সহজ ব্যাপারও নয় । আমি তাই বলব, সব সময় চেষ্টা করবে বইয়ের পিছনে যে প্রশ্ন আছে বা সংসদ যে প্রশ্নমালা বের করেছে, সেগুলো দেখে যাবে ।
- বিভিন্ন টেস্ট পেপারের ছোটো প্রশ্নের সমাধান করে যাবে । যত বেশি ছোটো প্রশ্ন সমাধান করবে তত বেশি 100 পাওয়ার লক্ষ্যে এগিয়ে যাবে । তবে সাফল্যের কোনও শর্টকাট রুট হয় না ।
- রাত জেগে অনেক পড়াশোনা করেছ । পরীক্ষা যত এগিয়ে আসবে, রাত জাগা কমিয়ে দিতে হবে । বেশি করে জল খাবে । আর বারবার যে বিষয়গুলি দেখেছ সেগুলি লিখে অভ্যাসের চেষ্টা করবে ।
- সময়ের মধ্যে লেখা শেষ করা খুব জরুরি । থামলে অনেক জানা প্রশ্ন পরীক্ষার হলে গিয়ে লিখে আসতে পারবে না । প্রশ্নপত্রটি আগে ভালো করে পড়ে নেবে । ছোটো প্রশ্নের জন্য যে ওয়ার্কশিট দেওয়া হবে সেটা মন দিয়ে পড়ে ফিলআপ করবে । সবাইকে পরীক্ষার জন্য শুভেচ্ছা জানাই।