পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসাতে 37 লক্ষ টাকা বরাদ্দ উচ্চশিক্ষা দফতরের

JU CCTV Funds Sanctioned by Higher Education Department: হাজারো বিতর্কের মধ্যে অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য অর্থ বরাদ্দ করল উচ্চশিক্ষা দফতর ৷

JU CCTV Funds ETV BHARAT
JU CCTV Funds

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 12:59 PM IST

Updated : Aug 30, 2023, 2:35 PM IST

কলকাতা, 30 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য টাকা মঞ্জুর করল উচ্চশিক্ষা দফতর ৷ সিসিটিভি বাবদ প্রায় 37 লক্ষ টাকা আবেদন করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, মোট 37 লক্ষ 38 হাজার 484 টাকা বরাদ্দ করা হয়েছে ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় সরকারি সংস্থা ওয়েবেলকে এই সিসিটিভি ক্যামেরা লাগানোর বরাত দিয়েছে ৷ সেই কারণে রাজ্যের অর্থ দফতরের অনুমোদন প্রয়োজন ছিল ৷ সেই অনুমোদনের পরেই প্রস্তাবিত পুরো অর্থ মঞ্জুর হয়েছে ৷ তবে, যাদবপুরের অর্থবিভাগের দাবি, কর্তৃপক্ষ এখনও অর্থ মঞ্জুর সংক্রান্ত কোনও কাগজ হাতে পায়নি ৷ এমনকি বেশ কিছু প্রশাসনিক কাজকর্ম বাকি রয়েছে ৷

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য ওয়েবেলের সঙ্গে যোগাযোগ করেছিল বিশ্ববিদ্যালয় ৷ তখন সরকারি ওই সংস্থা ক্যাম্পাস ও হস্টেলে ক্যামেরা লাগানোর জন্য বাজেট দিয়েছিল 37 লক্ষ 38 হাজার 484 টাকা ৷ এই কাজের জন্য উচ্চশিক্ষা দফতরের সঙ্গে যোগাযোগ করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ আজ উচ্চশিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য যে টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল, তা মঞ্জুর করা হয়েছে ৷ কিন্তু, উচ্চশিক্ষা দফতরের এই অর্থ মঞ্জুরের বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জানা নেই বলে পালটা দাবি করা হয়েছে ৷ মূলত, অর্থ মঞ্জুর সংক্রান্ত অফিসিয়াল নথি হাতে না এলে কর্তৃপক্ষ নিশ্চিত করে কিছু বলতে চাইছে না ৷

মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ বলেছিলেন, "ওয়েবেল একটি রেপুটেড সংস্থা, তাদেরকে যত দ্রুত সম্ভব সিসিটিভি বসাতে বলা হয়েছে ৷ সিসিটিভি বসানোর বিষয় আর্থিক সহায়তা রাজ্যের কাছে চাওয়া হয়েছে ৷ তা যদি না হয় তাহলে বিকল্প দেখতে হবে ৷ পড়ুয়াদের ফেলোশিপ থেকে কোনও টাকা এই ধরনের কাজে ব্যবহার করা হচ্ছে না, হবেও না ৷"

এই বিষয়ে রাজ্য সরকারকে চিঠি পাঠানো হয়েছে বলেও জানিয়েছিলেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু ৷ গতকাল বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময়ে তিনি বলেছিলেন, "সিসিটিভি বসানোর বিষয়ে ইতিমধ্যেই রাজ্যের কাছে ফান্ডের জন্য চিঠি পাঠানো হয়েছে ৷ পূর্ত দফতরকে দিয়ে যদি সিসিটিভির বিষয়টি করানো যায় সেটিও দেখা হচ্ছে ৷ সেক্ষেত্রে ওয়েবেলের ওয়ার্ক-অর্ডার তুলে নিতে হবে ৷ যাবতীয় বিষয় এই মুহূর্তে আলোচনা সাপেক্ষ ৷ তবে, অতি দ্রুত পদক্ষেপ করা হবে যাতে ক্যাম্পাস সিসিটিভি বসে যায় ৷"

আরও পড়ুন:বিরোধিতার নামে ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি কাম্য নয়, ক্ষোভ প্রকাশ রাজন্যার

তবে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দাবি, অল স্টেক-হোল্ডার মিটিং না-হলে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না ৷ এই জন্য তাঁরা সোমবার ডেপুটেশন জমা দেন বিশ্ববিদ্যালয়ের নতুন অন্তর্বর্তী উপাচার্যকে ৷ সেদিন পুরো বিষয়টি নিয়ে এক গণ্ডগোল তৈরি হয়েছিল ৷ পরবর্তী সময়ে 1 সেপ্টেম্বর অল স্টেক-হোল্ডার মিটিং ডেকেছেন উপাচার্য ৷ কিন্তু, তার আগেই অর্থ মঞ্জুর করেছে উচ্চশিক্ষা দফতর ৷ তবে, আভ্যন্তরীণ এই সমস্যা মিটিয়ে কবে, বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা বসানো হবে, সেটাই এখন দেখার ৷

Last Updated : Aug 30, 2023, 2:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details