কলকাতা, 30 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য টাকা মঞ্জুর করল উচ্চশিক্ষা দফতর ৷ সিসিটিভি বাবদ প্রায় 37 লক্ষ টাকা আবেদন করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, মোট 37 লক্ষ 38 হাজার 484 টাকা বরাদ্দ করা হয়েছে ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় সরকারি সংস্থা ওয়েবেলকে এই সিসিটিভি ক্যামেরা লাগানোর বরাত দিয়েছে ৷ সেই কারণে রাজ্যের অর্থ দফতরের অনুমোদন প্রয়োজন ছিল ৷ সেই অনুমোদনের পরেই প্রস্তাবিত পুরো অর্থ মঞ্জুর হয়েছে ৷ তবে, যাদবপুরের অর্থবিভাগের দাবি, কর্তৃপক্ষ এখনও অর্থ মঞ্জুর সংক্রান্ত কোনও কাগজ হাতে পায়নি ৷ এমনকি বেশ কিছু প্রশাসনিক কাজকর্ম বাকি রয়েছে ৷
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য ওয়েবেলের সঙ্গে যোগাযোগ করেছিল বিশ্ববিদ্যালয় ৷ তখন সরকারি ওই সংস্থা ক্যাম্পাস ও হস্টেলে ক্যামেরা লাগানোর জন্য বাজেট দিয়েছিল 37 লক্ষ 38 হাজার 484 টাকা ৷ এই কাজের জন্য উচ্চশিক্ষা দফতরের সঙ্গে যোগাযোগ করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ আজ উচ্চশিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য যে টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল, তা মঞ্জুর করা হয়েছে ৷ কিন্তু, উচ্চশিক্ষা দফতরের এই অর্থ মঞ্জুরের বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জানা নেই বলে পালটা দাবি করা হয়েছে ৷ মূলত, অর্থ মঞ্জুর সংক্রান্ত অফিসিয়াল নথি হাতে না এলে কর্তৃপক্ষ নিশ্চিত করে কিছু বলতে চাইছে না ৷
মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ বলেছিলেন, "ওয়েবেল একটি রেপুটেড সংস্থা, তাদেরকে যত দ্রুত সম্ভব সিসিটিভি বসাতে বলা হয়েছে ৷ সিসিটিভি বসানোর বিষয় আর্থিক সহায়তা রাজ্যের কাছে চাওয়া হয়েছে ৷ তা যদি না হয় তাহলে বিকল্প দেখতে হবে ৷ পড়ুয়াদের ফেলোশিপ থেকে কোনও টাকা এই ধরনের কাজে ব্যবহার করা হচ্ছে না, হবেও না ৷"