কলকাতা, 17 অগস্ট: যাদবপুরে প্রথম বর্ষের পড়ুয়া মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই উঠেছিল র্যাগিং-এর অভিযোগ । র্যাগিং রুখতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে উচ্চশিক্ষা দফতর । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও পরিকাঠামগত ফাঁক-ফোকর চিহ্নিত করতে এ বার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করল উচ্চশিক্ষা দফতর । 4 সদস্যের কমিটির নেতৃত্বে রয়েছেন উচ্চশিক্ষা দফতরের ভাইস চেয়ারপার্সন । আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে হবে উচ্চশিক্ষা দফতরে ।
কিছুদিন আগে শিক্ষা দফতরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল । যেখানে বলা হয়েছিল, উচ্চশিক্ষা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলির হস্টেল থাকতে হলে একটা হলফনামা দিতে হবে । আরও মজবুত করতে হবে অ্যান্টি র্যাগিং স্কোয়াডকে । নতুন পড়ুয়া এলে তাঁদের ছোট গ্রুপে ভেঙে কোনও অধ্যাপকের তত্ত্বাবধানে রাখতে হবে । রাজ্যের অ্যান্টি র্যাগিং কমিটির নেতৃত্ব দেবে উচ্চশিক্ষা সংসদের ভাইস চেয়ারম্যান ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল ইউজিসি । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেই রিপোর্ট পেশ করা হয় ৷ তাতে ইউজিসি সন্তুষ্ট হয়েছে বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । তবে সেই রিপোর্টে তারা একদমই সন্তুষ্ট নয় বলে জানায় ইউজিসি । ফের 12 দফা দাবি নিয়ে তারা রিপোর্ট তলব করেছে । এ বারও যদি সন্তোষজনক উত্তর না মেলে, তবে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে ইউজিসি ।