কলকাতা, 20 সেপ্টেম্বর : অনুষ্ঠানে বাবুল সুপ্রিয় আসবেন একথা জানা সত্ত্বেও কেন অনুমতি দেওয়া হল? ব্যাখ্যা চেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করল উচ্চশিক্ষা দপ্তর । সূত্রের খবর, যাদবপুর কর্তৃপক্ষকে 48 ঘণ্টার মধ্যে এই রিপোর্ট জমা করতে হবে বলা হয়েছে ।
বাবুল সুপ্রিয় আসবেন জানা সত্ত্বেও কেন দেওয়া হল অনুমতি? রিপোর্ট তলব উচ্চশিক্ষা দপ্তরের - যাদবপুর কর্তৃপক্ষকে 48 ঘণ্টার মধ্যে এই রিপোর্ট জমা করতে হবে বলা হয়েছে
গতকাল দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-র নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিতে গেছিলেন বাবুল সুপ্রিয় ৷ সেইসময় SFI এবং অন্য সংগঠনগুলির বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ অনুষ্ঠানে বাবুল সুপ্রিয় আসবেন জেনেও কেন অনুমতি দেওয়া হল? ব্যাখ্যা চেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করল উচ্চশিক্ষা দপ্তর ৷
ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তিনি গতকাল একাধিকবার উপাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জানা গেছে । এমন কী বিশ্ববিদ্যালয়ের কাউকেই ফোনে পাওয়া যায়নি । বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা দপ্তরকে না জানিয়েই নানা পদক্ষেপ নিয়েছে । এতো বড় ঘটনায় উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে কোনও কথা বলেনি বিশ্ববিদ্যালয় । রেজিস্ট্রারের অফিস থেকে এই অনুমতি দেওয়া হয় । বাবুল সুপ্রিয় আসবেন জেনেও কেন অনুমতি দেওয়া হল? তা নিয়ে রিপোর্ট তলব উচ্চশিক্ষা দপ্তরের ৷ বিভিন্ন মহলের বক্তব্য, বাবুল সুপ্রিয় এলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে এই আশঙ্কা ছিল ৷ তাই উচ্চ শিক্ষা দপ্তরের প্রশ্ন এই পরিস্থিতির কথা মাথায় কেন রাখা হয়নি ?
গতকাল দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-র নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিতে গেছিলেন বাবুল সুপ্রিয় ৷ সেইসময় SFI এবং অন্য সংগঠনগুলির বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকে ছাত্ররা ৷ কয়েকঘণ্টা আটকে থাকার পর বাবুল সুপ্রিয়কে নিজের গাড়িতে বের করে আনেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকড় ৷ বাবুলকে হেনস্থার ভিডিয়ো জমা দিয়ে ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে৷ এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন BJP-র রাজ্য সভাপতি দিলাপ ঘোষ ৷