পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজকুমার রায়ের নিখোঁজ হওয়া থেকে মৃত্যু, বিবরণ চাইল হাইকোর্ট - undefined

প্রিজা়ইডিং অফিসার রাজকুমার রায়ের মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ চাইল হাইকোর্ট।

হাইকোর্ট

By

Published : Mar 15, 2019, 7:01 AM IST

কলকাতা, ১৫ মার্চ : প্রিজা়ইডিং অফিসার রাজকুমার রায়ের মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ চাইল হাইকোর্ট। গতকাল এই মামলার শুনানি হয়। পোলিং বুথে কর্তব্যরত রাজকুমার রায়ের নিখোঁজ হয়ে যাওয়া থেকে তাঁর মৃতদেহ উদ্ধার পর্যন্ত গোটা ঘটনার বিবরণ চেয়েছেন বিচারপতি দেবাংশু বসাক। রাজকুমারবাবুর স্ত্রী কখন ঘটনা সম্পর্কে জানতে পারেন সে সম্পর্কেও রাজ্যের কাছে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন বিচারপতি।

রাজ্যের তরফে সরকারি আইনজীবী অমিতেষ ব্যানার্জি বলেন, "ময়নাতদন্তের রিপোর্টে আবেদনকারী সন্তুষ্ট ছিলেন না। তাই পুনরায় SSKM-এর বিশেষজ্ঞ দ্বারা ময়নাতদন্ত করা হয়। সেখানেও বিশেষজ্ঞরা জানান, রাজকুমার রায়ের মৃত্যু অ্যাক্সিডেন্টের ফলেই হয়েছে।" এরপরই বিচারপতি ঘটনার সম্পূর্ণ বিবরণ চান। আজ ফের এই মামলার শুনানি।

গত ১ মার্চ প্রিজা়ইডিং অফিসার রাজকুমার রায়ের কেস ডাইরির সিডি জমা করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাক। উত্তর দিনাজপুরের রহতপুর হাইমাদ্রাসার শিক্ষক রাজকুমার গতবছর পঞ্চায়েত ভোটের সময় রায়গঞ্জের সোনাপুর জুনিয়র বেসিক হাইস্কুলের ৪৮ নম্বর বুথের প্রিজ়াইডিং অফিসার ছিলেন। ১৪ মে ভোট শেষের পরদিনই সোনাদাগি রেললাইন থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার CBI তদন্ত দাবি করে হাইকোর্টে মামলা করেন তাঁর মা অন্নদা রায়। গত বছর ১ অগাস্ট প্রিজ়াইডিং অফিসার রাজকুমার রায়ের মৃত্যুর ময়না তদন্ত রিপোর্ট হাইকোর্টে পেশ করে CID। সেখানে বলা হয় মৃত্যু হয়েছে ট্রেন দুর্ঘটনায়। যদিও বিচারপতি তপব্রত চক্রবর্তী সেই রিপোর্টে সন্তুষ্ট ছিলেন না। কারণ মাথায়, বুকে আঘাত না থাকলেও মুখে ছিল আটটি আঘাতের চিহ্ন।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details