কলকাতা, 9 ডিসেম্বর : সবজির দাম আকাশছোঁয়া । বাজারে গিয়ে ব্যাগ ভরতি সবজি এখন স্বপ্ন । শাক- সবজির দাম ক্রমশ উর্ধ্বমুখী । বাজার করতে বেরিয়ে সাধারণ মানুষের মাথার ঘাম পায়ে মিশে এক হচ্ছে । বেশ কয়েকবার এই নিয়ে নবান্নে হয়েছে বৈঠক । অগ্নিমূল্য বাজারদর নিয়ে টাস্ক ফোর্সকে নির্দিষ্ট নির্দেশও দেওয়া হয়েছে । এমন কী রাজ্য এবং কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চকেও বাজারে হানা দিতে বলা হয়েছিল । কলকাতা পুলিশ শহরের প্রায় প্রত্যেকটি বাজারে অভিযান চালায় । কিন্তু তারপরও বাজারদর কমেনি । অগত্যা এবার মাঠে নামলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । হানা দিলেন যদুবাবুর বাজারে ।
অগ্নিমূল্য বাজার, খতিয়ে দেখতে যদুবাবুর বাজারে মুখ্যমন্ত্রী - যদুবাবুর বাজারে মুখ্যমন্ত্রী
আজ নবান্ন যাওয়ার আগে যদুবাবুর বাজারে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে তিনি খুচরো বাজারে আলু, পিঁয়াজ, কাঁচা লঙ্কার দাম জিজ্ঞাসা করেন । জানতে চান, কোথা থেকে তাঁরা জিনিস কিনে এনে বিক্রি করছেন । পিঁয়াজের দাম নিয়েও কথা বলেন তিনি ।
আজ নবান্ন যাওয়ার আগে যদুবাবুর বাজারে যান মুখ্যমন্ত্রী । সেখানে তিনি খুচরো বাজারে আলু, পিঁয়াজ, কাঁচা লঙ্কার দাম জিজ্ঞাসা করেন । মিলিয়ে দেখেন একটি দোকানের সঙ্গে অন্য একটি দোকানে । কোথা থেকে তাঁরা সবজি কিনছেন তা জিজ্ঞাসা করেন । জানতে চান, কোথা থেকে তাঁরা জিনিস কিনে এনে বিক্রি করছেন । উত্তর পাওয়ার পর তিনি হানা দেন পাইকারি বাজারেও । সেখানেও খুঁটিয়ে-খুঁটিয়ে দাম জানতে চান ।
পিঁয়াজের দামে চোখে জল মধ্যবিত্তের । আজ পাইকারি বাজারে সেই পিঁয়াজের দাম নিয়েও কথা বলেন তিনি । কোথা থেকে এই পেঁয়াজ আসে তা জানতে চান । জানতে পারেন পোস্তা থেকে আসে পিঁয়াজ । সূত্র জানাচ্ছে, পোস্তার পাইকারি বাজারেও নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি ।