কলকাতা, 1 জুলাই: কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে এই ব্যাপারে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট, বৃহস্পতিবার এক নির্দেশে এমনই জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ (HC on CU Exam)।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনলাইনে নেওয়ার দাবিতে একের পর এক মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে । পরীক্ষা অফলাইনে না করে অনলাইনে নেওয়ার দাবিতে প্রথম মামলা দায়ের হয় বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চে । কিন্তু বিচারপতি সেই মামলা খারিজ করে দেন । পরে ফের একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয় । মামলাকারীদের মূল বক্তব্য ছিল, সিলেবাস শেষ না করে পরীক্ষা কেন নেওয়া হচ্ছে? প্রয়োজনে ছাত্র-ছাত্রীদের আরও সময় দেওয়া হোক সিলেবাস শেষ করার, তারপর পরীক্ষা নেওয়া হোক ।
আরও পড়ুন :কলকাতা বিশ্ববিদ্যালয়ে অফলাইন পরীক্ষার বিরুদ্ধে হাইকোর্টে মামলা
মামলাকারী আইনজীবী রমাপ্রসাদ সরকার বলেন, "করোনা পরিস্থিতিতে অত্যন্ত অল্প কয়েকদিন ক্লাস হয়েছে । প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়া হয়নি । এই পরিস্থিতিতে এই রকম একটা নামি বিশ্ববিদ্যালয় কী-করে অফলাইনে পরীক্ষা নেয়? দেশের বহু বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নিচ্ছে ।" আর এক মামলাকারীর তরফে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় পরীক্ষার উপর স্থগিতাদেশের আর্জি জানান । তিনি বলেন, "যে পরিমাণ ক্লাস নেওয়ার কথা তা নেওয়া হয়নি । ফলে সিলেবাস শেষ হয়নি । তাই পরীক্ষা স্থগিত রাখা উচিত ।"