কলকাতা, 12 জুন:পৌরনিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ চ্যালেঞ্জ করে মামলায় শুনানি শেষে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট । সোমবার শুনানিতে রাজ্যের তরফে বলা হয়, রাজ্য সুপ্রিম কোর্টে দায়ের করা স্পেশাল লিভ পিটিশন প্রত্যাহারের জন্য আবেদন করেছে । কারণ হাইকোর্টে রাজ্য মামলার শুনানি করতে চায় ৷
অন্যদিকে ইডির তরফে বলা হয়, 21 এপ্রিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এই নিয়ে আবেদন করা হয় । এরপর বিষয়টা সুপ্রিম কোর্টে যায় । সেখান থেকে অন্য সিঙ্গল বেঞ্চে মামলা এলেও বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখেন । ইডি সিঙ্গল বেঞ্চে মামলা করার সময়ই ওই নিয়োগ নিয়ে কী কী নথি পাওয়া গিয়েছে সেসব আদালতকে জানানো হয়েছিল । সিবিআই এখনও পর্যন্ত তল্লাশি করেও জেরা করে নতুন তথ্য উদ্ধার করেছে । যে সব নথি পাওয়া গিয়েছে তাতে সিবিআই তদন্তের নির্দেশ যথাযথ । এর বিরোধিতা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "কোনও মামলা আগেই কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে দেওয়ার কোনও যুক্তি নেই । রাজ্য পুলিশ কি ব্যর্থ হয়েছে ? আর আর্থিক দুর্নীতি (PMLA) আইনে সিবিআই কি সংশ্লিষ্ট এজেন্সি তদন্তের ? তাহলে সিবিআই কেন ?"
তিনি আরও সংযোগ করে বলেন,"ইডি মামলায় যুক্তই নয়, তাতেও তারা গিয়ে আবেদন করল কোন এক্তিয়ারে ? হাইকোর্টের তদন্ত হস্তান্তরের এক্তিয়ার আছে । সেটা এফআইয়ার হওয়ার পর । এখানে এফআইয়ার কোথায় ? সুপ্রিম কোর্ট বারবার বলেছে হাইকোর্ট যান্ত্রিকভাবে এজেন্সিকে দায়িত্ব দিতে পারে না । যদি শিক্ষার সঙ্গে পৌরনিয়োগ সংযুক্ত হত তাহলে আলাদা করে এফআইয়ার করার কথা বলতে হত না । 14 ডিসেম্বর 2022 সেতাবুদ্দিন মামলায় ইডিকে যুক্ত করা হলেও এই সৌমেন নন্দী মামলায় যুক্ত করা হয়নি । ইডি অনুমতি চাইছে সিবিআইয়ের তদন্তের জন্য । এটাও কি হতে পারে ? গত শুনানির আগের দিন 7 জুন রাত 9টা পর্যন্ত তল্লাশি হল । আমাদের অফিসাররা হেনস্থা হল । তাদের কোনও নিরাপত্তা নেই ।"