পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Primary Recruitment Scam : মানিক ভট্টাচার্যের সম্পত্তির হিসাব চাইল হাইকোর্ট - High Court sought an account details of Manik Bhattacharya

প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসতেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে তলব করে হাইকোর্ট (Primary Recruitment Scam)৷ মঙ্গলবার তাঁর সম্পত্তির হিসেব আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

Primary Recruitment Scam
মানিক ভট্টাচার্যের সম্পত্তির হিসাব চাইল হাইকোর্ট

By

Published : Jun 21, 2022, 4:55 PM IST

Updated : Jun 21, 2022, 11:01 PM IST

কলকাতা, 21 জুন :প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য-সহ তাঁর ছেলে মেয়ে ও স্ত্রী-র সম্পত্তির হিসাব চাইল আদালত(High Court Sought an Account Details of Manik Bhattacharya)৷ এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । দু'সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার পর নতুন করে কোনও সম্পত্তি দাবি করতে পারবেন না মানিকবাবু, মঙ্গলবার এমনটাই হুঁশিয়ারি দেন বিচারপতি । 5 জুলাই ফের এই মামলার শুনানি হবে ।

2014 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন করে 2017 সালে 273 জনকে চাকরি দেওয়ার ব্যাপারে মানিক ভট্টাচার্যের কাছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চান নতুন দ্বিতীয় কোনও প্যানেল বের করার প্রভিশন আদৌ আছে কি না ৷ মানিকবাবু উত্তর দেন, শিক্ষার অধিকার আইন অনুযায়ী যাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী ছিলেন তাঁদের মধ্যে থেকে 273 জনকে নতুন করে নিয়োগ করা হয়েছে ।

আরও পড়ুন :Primary Recruitment Scam: মানিক ভট্টাচার্যের অপসারণকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে প্রাথমিক শিক্ষা পর্ষদ

এছাড়াও মানিকবাবুকে একাধিক ব্যক্তিগত প্রশ্ন করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । যার উত্তরে মানিকবাবু জানান, শেষ 15 বছর (1998-2014) তিনি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ ছিলেন । যাদবপুরে একটা ফ্ল্যাটে থাকেন । নদিয়ার কালিয়াগঞ্জে কিছু জমি ও বাড়ি আছে । যাদবপুরে দুটি ফ্ল্যাট আছে । এছাড়াও, নয়াবাদ এরিয়ার গড়িয়াতে একটা ছোট জমি আছে যেটা 1985-86-তে কিনেছিলেন । এর বাইরে দেশের কোথাও আর কোনও সম্পত্তি নেই । এই ব্যক্তিগত প্রশ্নোত্তরের পরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে হলফনামা দিয়ে নিজের সম্পত্তির হিসাব আদালতে জানাতে নির্দেশ দেন ।

আরও পড়ুন :Primary and SSC recruitment scam : খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির চাকরি কাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়

Last Updated : Jun 21, 2022, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details