কলকাতা, 21 জুন :প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য-সহ তাঁর ছেলে মেয়ে ও স্ত্রী-র সম্পত্তির হিসাব চাইল আদালত(High Court Sought an Account Details of Manik Bhattacharya)৷ এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । দু'সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার পর নতুন করে কোনও সম্পত্তি দাবি করতে পারবেন না মানিকবাবু, মঙ্গলবার এমনটাই হুঁশিয়ারি দেন বিচারপতি । 5 জুলাই ফের এই মামলার শুনানি হবে ।
2014 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন করে 2017 সালে 273 জনকে চাকরি দেওয়ার ব্যাপারে মানিক ভট্টাচার্যের কাছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চান নতুন দ্বিতীয় কোনও প্যানেল বের করার প্রভিশন আদৌ আছে কি না ৷ মানিকবাবু উত্তর দেন, শিক্ষার অধিকার আইন অনুযায়ী যাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী ছিলেন তাঁদের মধ্যে থেকে 273 জনকে নতুন করে নিয়োগ করা হয়েছে ।
আরও পড়ুন :Primary Recruitment Scam: মানিক ভট্টাচার্যের অপসারণকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে প্রাথমিক শিক্ষা পর্ষদ