পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HC on Zoo Union Room Case: আলিপুর চিড়িয়াখানায় অশান্তি মামলায় সিসিটিভি ফুটেজ তলব কলকাতা হাইকোর্টের - high court seeks all details and cctv footages from zoo director on union room case

আলিপুর চিড়িয়াখানায় ইউনিয়ন সংক্রান্ত (Alipure Zoo union room case) অশান্তি মামলায় চিড়িয়াখানার ডিরেক্টরের রিপোর্ট তলব হাইকোর্টের । ওয়াটগঞ্জ ও আলিপুর থানার পুলিশকে ওইদিনের ঘটনার সিসিটিভি ফুটেজ আদালতকে (Calcutta High Court seeks all details and CCTV footages) দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মানথা।

high court
high court

By

Published : Jan 31, 2022, 8:30 PM IST

কলকাতা, 31 জানুয়ারি: আলিপুর চিড়িয়াখানায় ইউনিয়ন (Alipure Zoo union rome case) সংক্রান্ত অশান্তির ঘটনায় চিড়িয়াখানা অধিকর্তার রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট । পাশাপাশি ওয়াটগঞ্জ ও আলিপুর পুলিশকে ওইদিনের ঘটনার সিসিটিভি ফুটেজ আদালতকে দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মানথা (Calcutta High Court seeks all details and CCTV footages) । দু‘দিন পরেই এই রিপোর্ট জমা দিতে হবে আদালতে।

অভিযোগ, গত 24 জানুয়ারি ইউনিয়ন রুম দখলকে কেন্দ্র করে আলিপুর চিড়িয়াখানায় বিজেপি ও তৃণমূলের ইউনিয়নের সদস্যদের মধ্যে অশান্তির ঘটনা ঘটে । মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ইউনিয়নের সদস্যরা জমায়েত করে চিড়িয়াখানা মেন গেটের কাছে । এমনকি পুলিশের সামনেই চিড়িয়াখানার মেন গেটের তালা ভেঙে পাঁচিল টপকে প্রায় 200 লোক চিড়িয়াখানার ভিতরে ঢুকে পড়েছিল । এই অভিযোগে বিজেপি আশ্রিত সংগঠনের সভাপতি রাকেশ সিং কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন ।

সোমবার মামলাটি শুনানির জন্য উঠলে মামলাকারীর তরফে আইনজীবী বিল্লোদল ভট্টাচার্য বলেন, "আলিপুর চিড়িয়াখানায় মাত্র দু‘টি ইউনিয়ন আছে ৷ একটি হচ্ছে আলিপুর কলকাতা জুলজিক্যাল গার্ডেন এমপ্লয়িজ ইউনিয়ন । আরেকটি তৃণমূল আশ্রিত ইউনিয়ন । আলিপুর চিড়িয়াখানায় মোট 79 জন কর্মচারী রয়েছেন ৷ তার মধ্যে 74 জন আলিপুর কলকাতা জুলজিক্যাল গার্ডেন এমপ্লয়িজ ইউনিয়নের সদস্য । বাকি পাঁচজন তৃণমূল আশ্রিত সংগঠনের সদস্য । কিন্তু গত 24 জানুয়ারি সকালে প্রায় এক-দেড় হাজার লোক নিয়ে একটি রাজনৈতিক দলের সদস্যরা আলিপুর চিড়িয়াখানার সামনে জমায়েত করেন ৷ তারপরে তাঁদের মধ্যে থেকে প্রায় 200 জন লোক চিড়িয়াখানা আক্রমণ করেন ৷ চিড়িয়াখানার মূল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকা হয় ৷ পাশাপাশি কেউ কেউ পাঁচিল টপকে ভেতরে ঢোকেন । একটি নির্বাচিত সংগঠন সেখানে থাকা সত্বেও সম্পূর্ণ বেআইনিভাবে বহিরাগতরা পুলিশের চোখের সামনে চিড়িয়াখানায় এই ঘটনা ঘটিয়েছে । করোনা পরিস্থিতিতে সম্পূর্ণ সুরক্ষাবিধি লঙ্ঘন করে পুলিশের সামনেই রাজনৈতিক দল তাদের ক্ষমতার আস্ফালন দেখাচ্ছে ।"

আরও পড়ুন:TMC-BJP Clash at Zoo : চিড়িয়াখানায় কর্মী ইউনিয়ন দখল ঘিরে তৃণমূল-বিজেপির মধ্যে গন্ডগোল

পাশাপাশি এক কর্মচারীর তরফে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী বলেন," আইনকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে বহিরাগতরা ওইদিন অনুপ্রবেশ করেছে । মামলাকারীর রাকেশ সিংয়ের সংগঠনে 74 জন থাকলেও তাঁদের ভয় দেখিয়ে অন্য সংগঠনে নাম লেখানোর চেষ্টা হয়েছে ।" অন্যদিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে বলা হয়, ওইদিন কিছু লোক ডেপুটেশন দিতে এসেছিল চিড়িয়াখানায় । রাজ্যের এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "যিনি মামলা করেছেন তিনি চিড়িয়াখানার কে ? ওই ব্যক্তি কেউ নন ।’’ তিনি মামলাকে বেশি গুরুত্ব না দেওয়ার আবেদন করেন । পাশাপাশি রাজ্যের পক্ষ থেকে আরও এক আইনজীবী অনির্বাণ রায় বলেন ,"এটা সম্পূর্ণই ইউনিয়নের ঝামেলা ।" বিচারপতি সব পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশ দেন, চিড়িয়াখানার অধিকর্তা আজ ও কাল কর্মচারী এবং অন্যান্যদের সঙ্গে কথা বলবেন এবং সমস্ত বিষয় খতিয়ে দেখে আদালতকে রিপোর্ট দেবেন । পাশাপাশি আলিপুর থানাকে ওইদিনের সিসিটিভি ফুটেজ আদালতকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এলাকায় যাতে শান্তি বজায় থাকে পুলিশকে সেদিকে লক্ষ্য রাখার নির্দেশে দেওয়া হয়েছে । মামলাকারী রাকেশ সিং বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় যেভাবে চিড়িয়াখানার কর্মচারীদের নিজের সংগঠনে নাম লেখানোর জন্য জোর খাটাচ্ছেন, এর বিরুদ্ধে ইতিমধ্যেই তাঁর মুখে ঝামা ঘষে দিয়েছেন সংগঠনের কর্মচারীরা ।"

ABOUT THE AUTHOR

...view details