কলকাতা, 19 জানুয়ারি: শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ শ্যামল আদকের বিরুদ্ধে নতুন এফআইয়ারে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না (Suvendu Close Shyamal Adak)। নিম্ন আদালতে হাজিরার উপর বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা । পাশাপাশি জেলবন্দি শ্যামল আদককে পুলিশ প্রতিদিন 2 ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করতে পারবে না বলেও জানিয়েছেন বিচারপতি ৷ একইসঙ্গে গ্রেফতারের ব্যাপারে চার সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিআইডি-কে ।
একটা মামলা যেখানে চালু রয়েছে, সেখানে ফের নতুন এফআইয়ার একই ইস্যুতে দায়ের করার ঘটনায় বিস্মিত হাইকোর্ট । আদালতকে অন্ধকারে রেখে এমন পদক্ষেপ ভালো চোখে দেখছেন না বিচারপতিরা। এদিন ভবানীপুর থানার তরফে আদালতে জানানো হয়, নতুন এই এফআইআরের ব্যাপারে সরকারি কৌঁসুলিকে জানানো হয়েছিল । তাতে আরও বিস্মিত বিচারপতি ৷ তিনি মনে করছেন, এটা আদালতকে অবজ্ঞা করার একটা প্রবণতা ।
আরও পড়ুন :শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু
এরপরই বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন, 23 নভেম্বর হলদিয়ার ভবানীপুর থানায় দায়ের করা ওই এফআইয়ার স্থগিত করা হল । ওই মামলা নিয়ে কোনও তদন্ত পুলিশ করতে পারবে না । তবে বর্তমানে সুতাহাটা থানার যে ঘটনায় শ্যামল আদক গ্রেফতার হয়েছেন, সেই সূত্রে জেলে গিয়ে পুলিশ তাকে দিনে দু'ঘণ্টা পর্যন্ত জেরা করতে পারবে ।