পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HC on Rampurhat Massacre : বগটুইয়ের তদন্তে কোনওরকম বাধা পাচ্ছে না তো সিবিআই, প্রশ্ন হাইকোর্টের - বগটুইয়ের তদন্তে কোনরকম বাধা পাচ্ছে না তো সিবিআই? প্রশ্ন হাইকোর্টের

বগটুই তদন্তে কোনওরকম বাধা পাচ্ছে না তো সিবিআই, প্রশ্ন হাইকোর্টের (HC on CBI Probe) ৷ কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে নির্দেশ দিয়েছে সিবিআই তদন্তের । 7 এপ্রিল তার শুনানি ৷

HC
HC

By

Published : Apr 4, 2022, 6:50 PM IST

কলকাতা, 4 এপ্রিল : রামপুরহাটের বগটুই গ্রামে পুড়িয়ে মারার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশে দিয়েছিল হাইকোর্ট (HC orders CBI probe in Rampurhat Bagtui massacre in Birbhum)। সেই মত চলছে সিবিআই তদন্ত ৷ এখন পর্যন্ত তদন্তে কোনও অসুবিধা হচ্ছে কিনা তা অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওয়াই যে দস্তুরের কাছে এদিন জানতে চাইল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ ৷

উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনাকে কেন্দ্র করে একের পর এক ঘরে আগুন লাগিয়ে জ্বালানো হয়েছিল বগটুই গ্রামে (Rampurhat Massacre Case )। কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, সেখানে ভাদু শেখের খুনের ঘটনাতেও সিবিআই তদন্ত করবে কিনা সেটা স্পষ্ট নয় ।

আদালত এ বিষয়েও যাতে স্পষ্ট করে সেই আর্জি জানিয়ে আবেদন জানানো হয়েছিল। পুলিশ আগে থেকেই তদন্ত করছিল এবং পুলিশ আক্রান্তদের পরিবারকে বেশি মুখ না খোলার হুমকি দিয়েছিল বলে মামলাকারীদের তরফে উল্লেখ করা হয় । সিবিআই যে তদন্ত করছে সেখানে ভাদু শেখের খুনের ব্যাপারেও কি তদন্ত হচ্ছে এবং সিবিআই আধিকারিকদের হুমকির সামনে পড়তে হচ্ছে কিনা, এই সমস্ত ব্যাপারে আগামী 7 এপ্রিল সিবিআইয়ের (CBI Investigation) তরফে বক্তব্য জানানো হবে আদালতকে ৷ এদিন জানিয়েছেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওয়াই যে দস্তুর । ৷

উল্লেখ্য, অন্যদিকে মাটিয়া ও মালদার ইংলিশবাজারের ধর্ষণের ঘটনায় এদিন আদালতে কেস ডায়েরি ও সিডি পেশ করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় । পাশাপাশি তিনি জানান, মাটিয়া এবং ইংলিশবাজার দু‘টো ঘটনাতেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে । 12 এপ্রিল ফের শুনানির জন্য রাখা হয়েছে মামলাটি ।

আরও পড়ুন:Rampurhat Massacre Case : বগটুইয়ে নিহতদের পরিবারের ১০ জনকে চাকরি

ABOUT THE AUTHOR

...view details