কলকাতা, 13 ডিসেম্বর: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার আগে বাড়ি বাড়ি গিয়ে সংরক্ষণের তালিকা খতিয়ে দেখা হোক । তারপরেই ভোটের দিন ঘোষণা হোক এবং এই মর্মে আদালত নির্দেশ দিক ৷ এহেন আর্জি জানিয়ে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(High Court Postponed the Hearing of Suvendu Adhikari's Panchayat Election Related Case)।
কিন্তু বিরোধী দলনেতার সেই আবেদনে সাড়া দিল না প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। মামলার শুনানি না-করে মঙ্গলবার কোনওরকম অন্তর্বর্তী নির্দেশ দিতে অস্বীকার করল হাইকোর্ট। এদিকে সোমবারের পর মঙ্গলবারেও শুভেন্দু অধিকারীর আইনজীবী পিএস পাটোওয়ালিয়া সুপ্রিম কোর্টে ব্যস্ত থাকায় শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়। পরিবর্তে বুধবার এই মামলার শুনানির দিন রাখার আবেদন করা হয়। যা নিয়ে প্রবল আপত্তি তোলে রাজ্য ।
আরও পড়ুন :পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি, হাইকোর্টে জনস্বার্থ মামলা শুভেন্দুর