পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জাতীয় সঙ্গীত অবমাননার মামলায় ফের স্বস্তি বিজেপির! বিধায়কদের বিরুদ্ধে পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের - Calcutta High Court

National Anthem Disrespect Case: বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় ফের স্বস্তি বিজেপি বিধায়কদের ৷ অভিযুক্তদের বিরুদ্ধে এখনই পদক্ষেপ নয় বলে জানালো কলকাতা হাইকোর্ট ৷

Etv Bharat
কলকাতা হাইকোর্ট

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 6:20 PM IST

কলকাতা, 22 ডিসেম্বর: বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার দ্বিতীয় মামলায় (মামলাকারী বিজেপি বিধায়ক শংকর ঘোষ) অভিযুক্ত বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করতে পারবে না পুলিশ । বছর শেষের ছুটির মধ্যে ওই বিধায়কদের কোনও নোটিস দিয়ে ডাকতে পারবে না তদন্তকারীরা । একই ইস্যুতে দায়ের করা অপর মামলার সঙ্গেই 10 জানুয়ারি এই মামলার শুনানি করবে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ ।

মামলাকারীদের আইনজীবীরা আর্জি জানিয়েছেন তদন্ত স্থগিত করার জন্য । রাজ্যের আইনজীবীর বক্তব্য, যেহেতু এই ইস্যুতে দায়ের হওয়া আগের মামলায় এই আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করা হয়েছে ডিভিশন বেঞ্চে । তাই সেই শুনানি এখনও না হওয়ায় এই মামলা আপাতত না শোনার আবেদন করেছে রাজ্য । যদিও বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তদন্ত চললেও এই সময়ের মধ্যে বিধায়কদের ডাকা বা পদক্ষেপ করা যাবে না ।

গত 7 ডিসেম্বর বিচারপতি জয় সেনগুপ্ত আলাদা একটা মামলায় বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার দায়ের করা বিধানসভায় বিজেপি বিধায়কদের জাতীয় সংগীতের অবমাননার মামলায় 10 জানুয়ারির মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছিলেন । পাশাপাশি 17 জানুয়ারি পর্যন্ত মামলাকারীদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না ও কলকাতা পুলিশের সমস্ত তদন্তে স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি । সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আপিল জানিয়েছে । একইসঙ্গে পরে বিজেপি বিধায়ক শংকর ঘোষ আলাদা একটি মামলা দায়ের করেন সিঙ্গল বেঞ্চে ।

উল্লেখ্য, বিধানসভার অধিবেশন চলাকালীন তৃণমূল বিধায়করা একটা ধরনা কর্মসূচি পালন করছিল ৷ পাশাপাশি বিজেপিও আলাদা অবস্থান বিক্ষোভ করছিল সেই সময় । তৃণমূল বিধায়কদের অবস্থান বিক্ষোভের কাছাকাছি বিজেপি বিধায়করা আসতেই সেখানে জাতীয় সংগীত গাওয়া হয় । কিন্তু বিজেপি বিধায়করা তাতে সামিল না হওয়ার জন্য তাদের বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ দায়ের করা হয় । এই ঘটনায় কীভাবে জাতীয় সঙ্গীত অবমাননা হয় তা জানতে চেয়ে ফের একটি মামলা দায়ের করেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ ৷ সেই মামলাতেই আদালত জানাল এখনই বিজেপি বিধায়কদের ডাকতে পারবেন না তদন্তকারীরা ৷

আরও পড়ুন :

ABOUT THE AUTHOR

...view details