পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

2014-র TET উত্তীর্ণদের শংসাপত্র দেওয়ার নির্দেশ হাইকোর্টের

2014 সালের TET উত্তীর্ণদের সার্টিফিকেট দেওয়া নির্দেশ দিল হাইকোর্ট। শংসাপত্র প্রদানের দিন থেকে আগামী দু'বছর পর্যন্ত এর কার্যকারিতা থাকবে।

ফাইল ফোটো

By

Published : Apr 8, 2019, 9:39 PM IST

Updated : Apr 8, 2019, 9:45 PM IST

কলকাতা, 8 এপ্রিল : 2014 সালে যারা TET পাশ করেছিলেন, তাঁদের অবিলম্বে শংসাপত্র দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। প্রাথমিক শিক্ষা পর্ষদকে আজ এই নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। শংসাপত্র প্রদানের দিন থেকে আগামী দু'বছর পর্যন্ত এর কার্যকারিতা থাকবে বলে জানা গেছে।

2014 সালের TET-এর ফলপ্রকাশ হয় 2016 সালে। 40 হাজার উত্তীর্ণকে নিয়োগ করা হলেও, বাকি 80 হাজার উত্তীর্ণ শংসাপত্রই পাননি। 2018 সালে শংসাপত্রের দাবিতে হাইকোর্টে মামলা করেন চাকরিপ্রার্থীরা। এই মামলায় আজ হাইকোর্ট নির্দেশ দেয়, উত্তীর্ণ সকলকে শংসাপত্র দিতে হবে। শংসাপত্র প্রদানের দিন থেকে আগামী দু'বছর পর্যন্ত এর কার্যকারিতা থাকবে।

আইনজীবীর বক্তব্য

মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, "NCTE(ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন)-র নির্দেশ রয়েছে TET পাশ করলে আগামী 7 বছর পর্যন্ত লিখিত পরীক্ষায় না বসে সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন পরীক্ষার্থীরা। কিন্তু, প্রাথমিক শিক্ষা পর্ষদ 2014 সালে TET উত্তীর্ণদের শংসাপত্র দেয়নি। সেই জন্যই আদালতের দ্বারস্থ হয়েছিলাম।"

Last Updated : Apr 8, 2019, 9:45 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details