কলকাতা21জুলাই:7জুলাইবিনীত রুইয়া প্রায়15হাজারঅভিভাবকের প্রতিনিধি হয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন রাজ্যের বেসরকারিস্কুলগুলির ফি নীতির বিরুদ্ধে। আজ মামলাটি বিচারপতি সঞ্জীব ব্যানার্জি এবং মৌসুমীভট্টাচার্য এর ডিভিশন বেঞ্চে শুনানি হয়। রায় দেওয়া হয়,সামান্য ফি বকেয়া থাকলেও রাজ্যেরকোনও বেসরকারি স্কুল15অগাস্টপর্যন্ত কোনও ছাত্র-ছাত্রীকে অনলাইন ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করা থেকে বিরতরাখতে পারবে না।পাশাপাশি31জুলাইপর্যন্ত যত ফি বকেয়া রয়েছে15ই আগস্ট এর মধ্যে তার80%মিটিয়ে দেওয়ার নির্দেশ অভিভাবকদের।
বিনীত রুইয়া প্রায়15হাজার অভিভাবকের প্রতিনিধি হয়েরাজ্যের বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে7জুলাই কলকাতা হাইকোর্টে মামলা করেন ।তাদের মূল দাবি,বিগত চারমাস স্কুল বন্ধ থাকলেও,রেগুলারফি দাবি করা হচ্ছে । এই বিষয়ে স্কুলগুলির সহযোগিতা একান্ত কাম্য বলে মনে করেনঅভিযোগকারী এই অভিভাবকরা । মামলাকারী বিনীত রুইয়া বলেন,"যে সমস্ত ছাত্র-ছাত্রীদের ফি বকেয়ারয়েছে তাদেরকে অনলাইন ক্লাস ও পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। গত7জুলাই কলকাতা হাইকোর্টে মামলা করলেওCOVID-19র কারণে কলকাতা হাইকোর্ট বেশকিছুদিন ধরে পুনরায় বন্ধ রয়েছে। কোনও মামলারই শুনানি হচ্ছে না । বাধ্য হয়ে আমিসুপ্রিম কোর্টে আবেদন করি।কিন্তু সুপ্রিম কোর্ট বিষয়টি হাইকোর্টে ফেরত পাঠিয়েছেদ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়ে় ।"