কলকাতা, 27 মার্চ: কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর গ্রেফতারিতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের রিপোর্টে অসন্তুষ্ট বিচারপতি রাজাশেখর মান্থা । সোমবার সরকারি আইনজীবীর উদ্দেশে বিচারপতির মন্তব্য, "কলকাতা পুলিশ কমিশনারের এই রিপোর্ট গ্রহণযোগ্য নয় । আপনার সিপি গোটা পুলিশ অভিযান যুক্তি গ্রাহ্য বলছেন ! এই ঘটনা গ্রহণযোগ্য নয়, সবাই সেটা জানে । সিপি কি তাঁর পুলিশকে বেআইনি কাজে উৎসাহ দিচ্ছেন ?"
এদিন দু'পক্ষের আইনজীবীকে বিচারপতি মান্থা প্রশ্ন করেন, রাজনৈতিক নেতারা একজন আরেকজনের বিরুদ্ধে ব্যাক্তিগত আক্রমণ করবেন, এটা কি খুব গ্রহণযোগ্য ? এরপর পুলিশকে সতর্ক করে সরকারি আইনজীবীকে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, 12 এপ্রিলের মধ্যে এই নিয়ে হলফনামা জমা দিতে হবে । এই সময় পর্যন্ত অন্তর্বর্তী নির্দেশ বহাল থাকবে । অর্থাৎ এই সময় পর্যন্ত কৌস্তভের বিরুদ্ধে পুলিশ কোনওরকম ব্যাবস্থা নিতে পারবে না । মামলার পরবর্তী শুনানি 20 এপ্রিল (Kolkata CP files report on Kaustav Bagchi case) ।
এর আগে বিচারপতি মান্থার কৌস্তভ বাগচীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ৷ তাঁকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার বিষয়টিও পর্যবেক্ষণ করছিল আদালত ৷ কেন্দ্রের তরফে সিআরপিএফ-এর নিরাপত্তা দেওয়ার অসুবিধার কথা এর আগে আদালতে জানানো হয়েছিল ৷ তবে এদিন এই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যুক্ত করা হয়েছে ৷ আগামিদিনে সিআইএসএফ'কে জানাতে হবে তাঁরা ওই নিরাপত্তা দিতে পারবে কি না (Kolkata CP files report to Calcutta HC) ৷
আরও পড়ুন: সন্তান লাভের আশাতেই তিলজলায় খুন নাবালিকা ! ধন্ধে পুলিশ
উল্লেখ্য, গত 20 মার্চ কেন্দ্রের তরফে হাইকোর্টে জানানো হয়, সিআরপিএফ কৌস্তভের বাড়ির এলাকা পরিদর্শন করেছে । কিন্তু সেখানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার সমস্যা রয়েছে । পরিকাঠামোগত সমস্যা রয়েছে ওই ভাড়া বাড়িতে বাহিনীর পৌঁছতে । উল্লেখ্য, গত 4 মার্চ সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর জয়ের পর অধীর চৌধুরীকে ব্যক্তিগত আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর পালটা পরদিন সন্ধ্যায় সংবাদমাধ্যমে কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচী জানান, তাঁরা মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা আইএএস অফিসার দীপক ঘোষের বইয়ের কপি প্রচার করবেন ৷ এরপরেই ওই দিন ভোর রাতে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে বড়তলা থানার পুলিশ ৷