কলকাতা, 6 জুলাই: শিক্ষক নিয়োগ-সহ গ্রুপ-ডি ও গ্রুপ-সি-র একাধিক নিয়োগ দুর্নীতির পর এবার স্বাস্থ্যক্ষেত্রেও নিয়োগ দুর্নীতির অভিযোগ । স্বাস্থ্য দফতরের মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে অবসরপ্রাপ্ত বিচারপতি জয়ন্তকুমার বিশ্বাসের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট(High Court formed a committee to investigate medical technologists recruitment scam)।
এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি জয়ন্ত কুমার বিশ্বাস, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্টের সচিব নরেন্দ্রনাথ দত্ত এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী অয়ন বন্দ্যোপাধ্যায় ৷ চার সপ্তাহের মধ্যে কমিটিকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত ৷ মামলার ফলাফলের উপর নির্ভর করবে চাকুরিরত ব্যক্তিদের ভাগ্য ।
বিচারপতি হরিশ ট্যাণ্ডনের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এই নিয়োগ প্রক্রিয়া স্বজনপোষণ, পক্ষপাতিত্ব এবং ক্ষমতার অপব্যবহারের জ্বলন্ত উদাহরণ । এতে বেশ কিছু ব্যক্তিদের বেছে বেছে নিয়োগ করা হয়েছে । সাংবিধানিক প্রতিষ্ঠানে কোনওভাবেই কোনও ব্যক্তির অসাংবিধানিক আচরণ গ্রহণযোগ্য নয় । তাই সত্য খুঁজে বের করা অত্যন্ত প্রয়োজন ।