পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের রাজীব কুমারের গ্রেপ্তারিতে স্থগিতাদেশের মেয়াদ বাড়ল

সারদা-মামলায় জিজ্ঞাসাবাদের জন্য CBI তাঁকে যে নোটিশ দিয়েছিল, তার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে মে মাসে হাইকোর্টে মামলা করেন রাজীব কুমার । কয়েকবার শুনানির পর হাইকোর্টের তরফে CBI-কে নির্দেশ দেওয়া হয়, 29 জুলাই পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে না । আজ বিচারপতি মধুমতী মিত্রর এজলাসে সেই মামলার ফের শুনানি ছিল । তবে রাজীব কুমার ও CBI সংক্রান্ত মামলার শুনানি এখনও শেষ হয়নি । সেই জন্যই আরও সময়সীমা বাড়ালেন বিচারপতি ৷

By

Published : Jul 29, 2019, 1:46 PM IST

Updated : Jul 29, 2019, 3:21 PM IST

রাজীব কুমার

কলকাতা, 29 জুলাই : কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের গ্রেপ্তারির উপর স্থগিতাদেশের মেয়াদ আরও ২ সপ্তাহ বাড়াল কলকাতা হাইকোর্ট । আজ (সোমবার) বিচারপতি মধুমতী মিত্র ওই মেয়াদ বাড়িয়েছেন । আদালতের নির্দেশ, এখন থেকে সপ্তাহে দুদিন নিজের আইনজীবীর সঙ্গে কথা বলতে রাজীব কুমার যেতে পারবেন । তবে যাওয়ার 24 ঘণ্টা আগে আইনজীবীর মাধ্যমেই তাঁকে CBI-কে জানাতে হবে ।

সারদা-মামলায় জিজ্ঞাসাবাদের জন্য CBI তাঁকে যে নোটিশ দিয়েছিল, তার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে মে মাসে হাইকোর্টে মামলা করেন রাজীব কুমার। কয়েকবার শুনানির পর হাইকোর্টের তরফে CBI-কে নির্দেশ দেওয়া হয়, 29 জুলাই পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে না । আজ বিচারপতি মিত্রর এজলাসে সেই মামলার ফের শুনানি ছিল । তবে রাজীব কুমার ও CBI সংক্রান্ত মামলার শুনানি এখনও শেষ হয়নি । সেই জন্যই আরও সময়সীমা বাড়ালেন বিচারপতি মধুমতী মিত্র ৷

ইতিমধ্যেই সারদাকাণ্ডে CBI তাঁকে সল্টলেকের CGO কমপ্লেক্সে জেরা করেছে । তবে তারও আগে সুপ্রিম কোর্টের নির্দেশে শিলংয়ে পাঁচ দিনে প্রায় 39 ঘণ্টা জেরা করা হয়েছিল রাজীব কুমারকে ৷ তখন অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁর গ্রেপ্তারির উপর স্থগিতাদেশ ছিল । এরপর সেই স্থগিতাদেশ উঠে যায় । সুপ্রিম কোর্ট CBI-কে তদন্তের স্বার্থে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়ার পর রাজীব কুমার একাধিকবার শীর্ষ আদালতে গিয়েছিলেন আইনি ‘রক্ষাকবচ’-এর মেয়াদ বাড়ানোর জন্য । কিন্তু দু’বারই তাঁর আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত । তবে নিম্ন আদালতে তাঁর আবেদনের রাস্তা বন্ধ হয়নি । সেই অনুযায়ী কলকাতা হাইকোর্টে CBI-র সমনের বিরুদ্ধে আবেদন করেছিলেন তিনি ।

Last Updated : Jul 29, 2019, 3:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details