কলকাতা, 31 জানুয়ারি :ইতিহাস বইয়ের চ্যাপ্টারে সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলন রাখার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট (High court dismisses public interest litigation on Singur Nandigram movement in text book) । আন্দোলনকারী জ্ঞানেন্দ্রনাথ মান্না 2017 সালে রাজ্যের ইতিহাসের পাঠ্যবইয়ে সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনকে নিয়ে আসা হোক, এই দাবিতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিলেন। সেই মামলার পরিপ্রেক্ষিতেই সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ নির্দেশে দেয়, ইতিহাসে কোন বিষয় পড়ানো হবে তা রাজ্য সরকারের বিবেচনাধীন । রাজ্যের শিক্ষা দফতর বিষয়ে বিচার বিবেচনা করবে । তবে মামলাকারী চাইলে এই ব্যাপারে রাজ্যের কাছে আবেদন জানাতে পারেন বা প্রস্তাব দিতে পারেন বলে জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।
HC on singur nandigram movement in text book- পাঠ্যবইয়ে সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলন রাখার জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে - HC on singur nandigram movement in text book
ইতিহাস বইয়ের পাতায় সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলন রাখার দাবিতে জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট (High court dismisses public interest litigation on Singur Nandigram movement in text book)।
আরও পড়ুন : সিঙ্গুর আন্দোলনের 13 বছর পর মমতার মন্ত্রী টাটাদের স্বাগত জানাতে প্রস্তুত
প্রসঙ্গত, সিঙ্গুরে টাটা মোটরসের কারখানা তৈরি করার জন্য 2006 সালে টাটাকে এক হাজার একর জমি দিয়েছিল তৎকালীন বাম সরকার । এর বিরুদ্ধে 2007 সালে আন্দোলন শুরু করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গোটা রাজ্যজুড়ে প্রবল আন্দোলনের মুখে 2008 সালে টাটা কোম্পানি তাদের এই কারখানার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন । অন্যদিকে 2007 সালের 14 মার্চ ঘটেছিল নন্দীগ্রাম গণহত্যার ঘটনা। সেখানে পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধে 14 জন গ্রামবাসী নিহত হয়েছিলেন এবং প্রায় 70 জন নিরীহ গ্রামবাসী আহত হন । মামলাকারীর দাবি, এরকম দুটি ঐতিহাসিক ঘটনা সম্পর্কে রাজ্যের ছেলেমেয়েদের ওয়াকিবহাল করা দরকার । সেই কারণেই পাঠ্যক্রমে এই বিষয়গুলি রাখার আবেদন জানিয়েছিলেন আন্দোলনকারী জ্ঞানেন্দ্রনাথ মান্না ।