কলকাতা, 7 ফেব্রুয়ারি:পর্যাপ্ত তথ্য ও প্রমাণের অভাবে কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল হাইব্রিড মোডে স্কুল চালানোর দাবিতে হওয়া জনস্বার্থ মামালা । সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, মামলাকারী চাইলে নতুন করে তথ্য প্রমাণ-সহ মামলা করতে পারেন (hybrid class mode)।
করোনা কালে স্কুলে হাইব্রিড মোডে পঠনপাঠনের দাবিতে জনস্বার্থ মামলা করেছিলেন গৌরব পুরকায়স্থ । সেই মামলার শুনানি হয় সোমবার । এদিন হাইকোর্ট মামলা খারিজ করে দেয় । মামলাকারী গৌরব পুরকায়স্থর তরফে আইনজীবী ঋজু ঘোষালের বক্তব্য ছিল, "যাদের ভ্যাক্সিন হয়েছে স্কুল শুধুমাত্র তাদের জন্য খোলা হোক । আর ২০০৭ সালের পর যারা জন্মেছে, তাদের জন্য অনলাইন ক্লাসের ব্যাবস্থা করা হোক । এমনকি ডিপিএস মেগাসিটির স্কুল ছাত্রছাত্রীদের ৫০% উপস্থিতির নির্দেশ দিয়েছে প্রতিদিন । রাজ্যের সমস্ত স্কুলেই এই ভাবে স্কুলের পঠনপাঠনের ব্যবস্থা করা হোক ।" অন্যদিকে রাজ্যের এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "প্যানডেমিক আর্থসামাজিক পরিস্থিতির উপর প্রভাব ফেলেছে । অনলাইন শিক্ষার থেকে অফলাইন শিক্ষার পক্ষে রাজ্য । এটা রাজ্যের নীতিগত সিদ্ধান্ত । সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে বিশেষজ্ঞরা এই সিদ্ধান্ত নিয়েছে । "