কলকাতা, 24 অগস্ট:শিক্ষকতায় 5 বছর পূর্ণ না-হলেও কর্মরত শিক্ষক বা শিক্ষিকা শারীরিক সমস্যার কারণে মেডিক্যাল গ্রাউন্ডে বদলির আবেদন করতে পারবেন। অনলাইনে না-হলে শিক্ষক বা শিক্ষিকারা এবার থেকে আবেদন করতে পারবেন অফলাইনে। পরিস্থিতি বিচার করে স্কুল শিক্ষা অধিকর্তাকে সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। বৃহস্পতিবার নির্দেশ দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অনিরুদ্ধ রায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ হয়ে গেল ডিভিশন বেঞ্চে।
পূর্ব মেদিনীপুরের খেজুরির বাসিন্দা শুভদীপ ঘড়াইয়ের কর্মস্থল তাঁর বাড়ি থেকে 238 কিমি দূরে বাঁকুড়ার ঝিলিমিলিতে। বাড়িতে তাঁর দেড় বছরের সন্তান এবং স্ত্রী রয়েছে ৷ কিন্তু তিনি অতি দূরত্বের কারণে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারছেন না। তাঁর স্ত্রী ও মেদিনীপুরের মহিষাদলে একটি বিদ্যালয়ে কর্মরতা। 2015 সালের বদলির নিয়ম অনুযায়ী যদি কোনও শিক্ষক বা শিক্ষিকা সাধারণ বদলি চান তাহলে তাঁকে নূন্যতম 5 বছর চাকরি করতে হবে। কিন্তু বিশেষ বদলির ক্ষেত্রে সেই নিয়ম কার্যকর নয়।
এই মর্মে শুভদীপ স্কুল সার্ভিস কমিশন ও পশ্চিমবঙ্গের শিক্ষা অধিকর্তাকে এই আবেদন জানালেও কিছু হয়নি। পরবর্তীতে বাধ্য হয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। কিন্তু হাইকোর্টের একক বেঞ্চ তাঁর পাঁচ বছর চাকরি হয়নি এই কারণে আবেদন খারিজ করে দেয়। মামলাকারী পুনরায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। বৃহস্পতিবার সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গের শিক্ষা অধিকর্তাকে নির্দেশ দিয়েছে শুভদীপ ঘড়াইয়ের অফলাইন আবেদনকে বিবেচনা করে তাঁর বদলির ব্যবস্থা করার।