পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SSC Recruitment Case : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলা, সচিবকে হাজিরার নির্দেশ হাইকোর্টের

কয়েকমাস আগে প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে কলকাতা হাইকোর্টে ডেকে পাঠিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে একাধিক মামলা বর্তমানে বিচারাধীন কলকাতা হাইকোর্টে।

SSC Recruitment Case
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলা, সচিবকে ব্যক্তিগত হাজিরার নির্দেশ হাইকোর্টের

By

Published : Nov 16, 2021, 10:50 PM IST

কলকাতা 16 নভেম্বর : চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ। পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশনের সচিবকে ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলাকারীর দাবি, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও জাল নথি তৈরি করে বেআইনিভাবে চতুর্থ শ্রেণির একাধিক কর্মীকে নিয়োগ করা হয়েছে।

এই নথি আদৌ সত্য়ি কি না, প্রকৃত সত্যতা জানতে চেয়ে আগামীকাল স্কুল সার্ভিস কমিশনের সচিবকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিচারপতি গঙ্গোপাধ্যায় এও জানিয়েছেন যে, যদি অভিযোগের সত্যতা প্রমাণিত হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিবিআইকেও তদন্তভার দেওয়া হতে পারে। বুধবার ফের শুনানি রয়েছে এই মামলার।

আরও পড়ুন :পড়ুয়াদের সাইবার অপরাধ নিয়ে সচেতন করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা লালবাজারের

উল্লেখ্য, কয়েকমাস আগে প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে কলকাতা হাইকোর্টে ডেকে পাঠিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে একাধিক মামলা বর্তমানে বিচারাধীন কলকাতা হাইকোর্টে। স্কুল সার্ভিস কমিশনে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় জমা পড়েছে অভিযোগের পাহাড়, সেই অভিযোগ নিষ্পত্তি করার জন্য আপাতত স্কুল সার্ভিস কমিশনকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দিয়ে রেখেছে কলকাতা হাইকোর্ট। ফের চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে অনিয়মের যে অভিযোগ সামনে এসেছে সেই অভিযোগের কোনও সারবত্তা আছে কিনা, এখন সেটাই দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details