কলকাতা, 22 সেপ্টেম্বর: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তবে তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না ৷ শুক্রবার সকালে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দিলেন ৷ এদিকে, বরখাস্ত হওয়া তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের ইসিআইআর খারিজের দাবি জানিয়েছিলেন। তবে আপাতত তা খারিজ হচ্ছে না বলে জানিয়েছে হাইকোর্ট ৷
এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 13 সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল ইডি ৷ সেদিন তাঁকে প্রায় 9 ঘণ্টা জেরা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ জিজ্ঞাসাবাদ শেষে এই প্রসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া আক্রমণ করেন ৷ পাশাপাশি, কার্যত চ্যালেঞ্জ করেন ইডিকেও ৷
এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার মতো কোনও নথি বা তথ্য আদালতে পেশ করতে পারেনি ৷ তাই শুক্রবার তৃণমূলের শীর্ষ নেতার রক্ষাকবচের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট ৷ অন্যদিকে আদালতের মত, ইসিআইআর খারিজ করার মতো সময় এখনও আসেনি ৷ তাই আদালতের পর্যবেক্ষণে এই আবেদনটি প্রি-ম্যাচিওর ৷ সিবিআই, ইডি যখন কোনও অভিযোগ দায়ের করে, তখন তাকে ইসিআইআর বলে ৷