পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cal HC on Ahishek Banerjee: জিজ্ঞাসাবাদ করলেও আপাতত গ্রেফতার নয়, হাইকোর্টে স্বস্তি অভিষেকের

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞসাবাদ করতে পারবে ইডি এবং সিবিআই ৷ তবে আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কঠিন পদক্ষেপ করা যাবে না ৷

ETV Bharat
কলকাতা হাইকোর্টে স্বস্তি মিলল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 11:37 AM IST

Updated : Sep 22, 2023, 12:14 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তবে তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না ৷ শুক্রবার সকালে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দিলেন ৷ এদিকে, বরখাস্ত হওয়া তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের ইসিআইআর খারিজের দাবি জানিয়েছিলেন। তবে আপাতত তা খারিজ হচ্ছে না বলে জানিয়েছে হাইকোর্ট ৷

এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 13 সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল ইডি ৷ সেদিন তাঁকে প্রায় 9 ঘণ্টা জেরা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ জিজ্ঞাসাবাদ শেষে এই প্রসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া আক্রমণ করেন ৷ পাশাপাশি, কার্যত চ্যালেঞ্জ করেন ইডিকেও ৷

এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার মতো কোনও নথি বা তথ্য আদালতে পেশ করতে পারেনি ৷ তাই শুক্রবার তৃণমূলের শীর্ষ নেতার রক্ষাকবচের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট ৷ অন্যদিকে আদালতের মত, ইসিআইআর খারিজ করার মতো সময় এখনও আসেনি ৷ তাই আদালতের পর্যবেক্ষণে এই আবেদনটি প্রি-ম্যাচিওর ৷ সিবিআই, ইডি যখন কোনও অভিযোগ দায়ের করে, তখন তাকে ইসিআইআর বলে ৷

গত 29 মার্চ কলকাতায় গান্ধি মূর্তির পাদদেশে একটি দলীয় সমাবেশ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া অনেকের উপর চাপ সৃষ্টি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এর উদ্দেশ্য তাঁরা যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেন ৷

আরও পড়ুন: 9 ঘণ্টা জেরা শেষে ইডি দফতরের বাইরে দাঁড়িয়েই তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ অভিষেকের

ঘটনাচক্রে অভিষেকের এই মন্তব্যের কয়েকদিন আগে ধৃত কুন্তল ঘোষ আলিপুর নিম্ন আদালতে ও কলকাতার হেস্টিং থানায় একটি চিঠি দেন ৷ তিনিও অভিযোগ করেন, তাঁকে ইডি হুমকি দিচ্ছে, যাতে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলেন ৷ এরপর এই দুই ঘটনার কোনও যোগসূত্র আছে কি না, তা জানতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই ও ইডিকে এফআইআর দায়ের করতে এবং তদন্তের নির্দেশ দিয়েছিলেন ৷ আদালতের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক ৷ কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টকেই বিষয়টি বিচারের নির্দেশ দেয় ৷

Last Updated : Sep 22, 2023, 12:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details