কলকাতা, 14 সেপ্টেম্বর: বেসরকারি স্কুলগুলোর ফি কমানোর বিষয়ে নতুন কোন সাধারন নির্দেশ দেওয়া যাবে না । পরিস্থিতির কথা বিচার করে স্কুলগুলোকেই ফি কমানোর বিষয়টি ঠিক করার নির্দেশ কলকাতা হাইকোর্টের ।
আজ মামলার শুনানিতে বিভিন্ন স্কুলের তরফে হাইকোর্টে জানানো হয় ফি ছাড় দেওয়ার ব্যাপারটা সার্বজনীন না করে বিষয়টি ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয়তা বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হোক । মানে যে সমস্ত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সামর্থ্য নেই তাঁদের জন্যই ফি ছাড়ের ব্যবস্থা করা হোক । পাশাপাশি হাইকোর্ট শিক্ষক ও অভিভাবকদের নিয়ে ছাড়ের বিষয় সংক্রান্ত যে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে তাতে কয়েকটি লেভেল থেকে অভিভাবকদের নির্বাচিত করা হোক । যেমন প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত একজন অভিভাবক প্রতিনিধি । আবার পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত একজন অভিভাবক আর একাদশ ও দ্বাদশ শ্রেণি থেকে একজন অভিভাবক প্রতিনিধি ঠিক করা হোক । এবং প্রত্যেক স্কুল তাঁদের স্কুলের ছাত্র-ছাত্রীদের অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী বিচারের বিষয়টি খতিয়ে দেখুন । মানে কোন স্কুল এখনও পর্যন্ত যতটা ফি ছাড় দিয়েছে সেটা কতটা যুক্তিযুক্ত, আরও কতটা দেওয়া যেতে পারে বা যদি বেশি ছাড় দেওয়া হয়ে থাকে তাহলে প্রয়োজনে সেটা পুনরায় স্কুলকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক । হাইকোর্ট এই আর্জিতে সম্মতি জানিয়েছে । হাইকোর্ট তাঁদের নির্দেশে জানিয়েছে পুরো বিষয়টি কোরোনা প্যান্ডেমিককে কেন্দ্র করে যে পরিস্থিতি উদ্ভূত হয়েছে সেটাকে মাথায় রেখেই । এই নির্দেশ সারা বছরের জন্য নয় বা বছরের অন্য সময় প্রযোজ্য হবে এমনটা নয় ।